অগ্নিকাণ্ডে মৃত্যু হওয়া ষোলটি গরুর মালিককে আর্থিক সহায়তা

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২১ জুন : পাথারকান্দির বাঘন জিপির ইন্দুরাইলে সম্প্রতি এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু হওয়া ষোলটি গরুর মালিককে আর্থিক সহায়তা করল রাজ্য সরকার। বৃহস্প‌তিবার এই ঘটনার সপ্তাহ দিনের মধ্যে অসম সরকারের করিমগঞ্জ জেলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের পক্ষ থেকে বিধায়ক কৃষ্ণেন্দু পাল ক্ষতিগ্রস্থ পরিবারের তিনজনের হাতে মোট ৫ লক্ষ ৪০ হাজার টাকার তিনটি চেক তুলে দেন। এদিন বিধায়ক লোয়াইরপোয়া ব্লক মণ্ডল বিজেপি সভাপতি ঋষিকেশ নন্দী সহ মেদলী জিপির প্রাক্তন সভাপতি অন্তু বাল্মীকি দাস, শিপ্রা কৈরী, অনিল তিওয়ারি, সজল কুর্মি, দেবু নাথদের সঙ্গে নিয়ে ইন্দুরাইলে ক্ষতিগ্রস্থদের বাড়িতে পৌঁছে এই চেকগুলো প্রদান করেছেন। তিনি এই ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন।

এদিকে, সরকারি চেকগুলো ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে গ্ৰহণ করেছেন যথাক্রমে সুরজ কৈরী, রামাধর কৈরী ও অনিতা কৈরী। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ষোলটি গরু পুড়ে ছাই হওয়ার ঘটনায় প্রায় পথে বসার উপক্রম হয়ে উঠেছে পরিবারটির। কেননা গবাদি পশু পালনই তাঁদের রোজগারে অন্যতম মাধ্যম ছিল। পরে বিষয়টি স্থানীয় বিধায়কের নজরে আসার পর তিনি তাৎক্ষ‌নিক ভাবে এ নিয়ে জেলাশাসকের সঙ্গে কথা বলে ক্ষতিগ্রস্তদের সরকারি আর্থিক সাহায্য পাইয়ে দেন বলে জানা গেছে। উল্লেখ্য, গত ১৩ জুন পাথারকা‌ন্দির বাজা‌রিছড়া থানাধীন বাঘন জি‌পির ৫ নং ওয়ার্ডের ইন্দুরাই‌লব‌স্তি‌তে স্থানীয় রামাধর কৈরীর গোয়াল ঘ‌রে হঠাৎ ক‌রে অ‌গ্নিকাণ্ডটি ঘ‌টে।

Author

Spread the News