ট্রেজারি অফিসের স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ অর্থমন্ত্রী অজন্তার

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : ট্রেজারি অফিসের স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ দিলেন অর্থমন্ত্রী অজন্তা নেওগ। ট্রেজারির কাজকর্মে কোনো ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার শাসনকালের শুরু থেকেই সরকারি কাজকর্মের স্বচ্ছতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বুধবার শিলচরে দ্বিতল বিশিষ্ট কাছাড় ট্রেজারি কার্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করে অর্থমন্ত্রী অজন্তা নেওগ একথাগুলো। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা আয়ুক্ত মৃদুল যাদব, পুলিশসুপার নুমুল মাহাত‌ো, সিইও প্রণব বরা , ট্রেজারী অফিসার শামিম আক্তার, নবেন্দু সিনহা প্রমুখ। মন্ত্রী অজন্তা নেওগ বলেন, আজ একটি শুভ দিন। তাঁর দুটি মন্ত্রক অর্থ ও সমাজ কল্যাণ বিভাগ ভবনের উদ্বোধন করা হয়েছে।

ট্রেজারি অফিসের স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ অর্থমন্ত্রী অজন্তার

তিনি বলেন, কোষাগারের গুরুত্ব অপরিসীম। সরকারি কাজের জন্য একটি কোষাগারের কাজকর্মে স্বচ্ছতা বজায় রাখতে হয়। সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী ১০ ফেব্রুয়ারি রাজ্য সরকারের বাজেট পেশ করবেন তিনি। বরাক উপত্যকার জন্য পৃথক কিছু অর্থ বরাদ্দ করা হয় না। সমগ্র রাজ্যের উন্নয়নমূলক কাজকর্মের একসঙ্গে অর্থ বরাদ্দ করা হবে বলে জানান। এদিন বিধায়ক দীপায়ন চক্রবর্তী বক্তব্যে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব।

ট্রেজারি অফিসের স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ অর্থমন্ত্রী অজন্তার
ট্রেজারি অফিসের স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ অর্থমন্ত্রী অজন্তার
Spread the News
error: Content is protected !!