অবশেষে হামাস ও ইজরায়েলের মধ্যে শান্তিচুক্তি, দাবি ট্রাম্পের

৯ অক্টোবর : অবশেষে হামাস ও ইজরায়েলের মধ্যে শান্তিচুক্তি হয়েছে। উভয়পক্ষ এই চুক্তিতে স্বাক্ষর করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এ ঘোষণা দিয়েছেন।
ট্রাম্প তার সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, এর মানে, সব জিম্মিকে খুব শিগগিরই মুক্তি দেয়া হবে। ইজরায়েল সম্মত সীমারেখা পর্যন্ত সেনা প্রত্যাহার করবে।

হামাসও চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে এবং ট্রাম্প ও সংশ্লিষ্ট দেশগুলোকে আহ্বান জানিয়েছে যেন তারা ইজরায়েলকে চুক্তির সব শর্ত পূর্ণভাবে মেনে চলতে বাধ্য করে।

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই চুক্তিকে ইজরায়েলের জন্য এক মহান দিন বলে অভিহিত করেছেন। তিনি বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠক ডেকে চুক্তির সরকারি অনুমোদন নেবেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, যদি এই চুক্তি টিকে থাকে, তবে এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের সবচেয়ে বড় পররাষ্ট্রনীতিগত সাফল্য হিসেবে গণ্য হবে বলে। এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে মিশরে, ইজরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করার দুই বছর দুই দিন পর।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-নেতৃত্বাধীন হামলায় ইজরায়েলে প্রায় ১,২০০ জন নিহত হয়। ২৫১ জনকে জিম্মি করা হয়। এর পর থেকে ইজরায়েলের সামরিক অভিযানে গাজায় কমপক্ষে ৬৭,১৮৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২০,১৭৯ জন শিশু, বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়।

Spread the News
error: Content is protected !!