কাবুগঞ্জে লড়াই করে ফাইনালে ভুবনখাল
শামিম বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ৩ জুলাই : জোর লড়াই। শ্বাসরুদ্ধকর ম্যাচে টাইব্রেকারে ভুবনখাল খাসিয়া ইয়ুথ ক্লাব ইউত ক্লাব কাবুগঞ্জ ফুটবল অ্যাকাডেমি আয়েজিত আতাউর রহমান লস্কর ও দেবদত্ত সিনহা মেমোরিয়াল নাইন-এ সাইড ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছল। বিপক্ষ ছিল এনজি ক্লাব চান্দপুর। বৃহস্পতিবার লক্ষীচরন হাইস্কুল খেলার মাঠে দ্বিতীয় সেমিফাইনালে উত্তেজনাপূর্ণ ম্যাচ ১-১ গোলে ড্র থাকে। এদিন রেফারি শামিম আহমেদ বড়ভূইয়ার বাঁশি বাজতেই বলযুদ্ধ শুরু হয়ে যায় দু’পক্ষের। খেলার প্রথমার্ধ্বে কোনও দল তিনকাঠি ছেদ করে বল ঢুকাতে পারেনি। অর্থাৎ গোল শূন্য ছিল প্রথমার্ধ্ব। দ্বিতীয়ার্ধ্বে রোমাঞ্চকর খেলা গোলের খাতা খুলে এনজি ক্লাব চান্দপুর। ৪২ মিনিটে গোল করেন পারলো মার। জয়ের আত্মবিশ্বাস নিয়ে খেলায় এগিয়ে চলছে চান্দপুর। কিন্তু ফুটবল ম্যাচ শেষ মিনিটে ফলাফল পাল্টে দিতে পারে। আর তেমনটাই হল চান্দপুরের ক্ষেত্রে। ৬৩ মিনিটে ম্যাচ সমতায় নিয়ে আসেন ভুবনখালের সাইনিং খুলুং। এরপর দুই দলের খেলোয়াড় মরিয়া লড়াই করলেও গোলের সংখ্য়া বাড়াতে পারেনি। অবশেষে ১-১ গোলে ম্যাচ শেষ হয়। সিদ্ধান্ত মতে টাইব্রেকারে চলে যায় খেলা। টাইব্রেকারে ৮-৭ গোলে জয়লাভ করে ভুবনখাল খাসিয়া ইয়ুথ ক্লাব।
এদিনের খেলার সেরা খেলোয়াড় পুরস্কার পান ভুবনখাল খাসিয়া ইয়ুথ ক্লাবের সাইনিং খুলুং। তাঁর হাতে ম্যাচ সেরা পুরস্কার তুলে দেন ভারত পেট্রোলিয়াম, ম্যাক লোবরিকেট এর অধীনে বরাক ভ্যালি ফিল্ড অফিসার গৌরব দেব এবং কাবুগঞ্জ ফুটবল অ্য়াকাডেমির সদস্য সিপ্পন লস্কর।
এদিন ম্যাচ পরিচালনায় শামিম আহমেদ বড়ভূইয়ার সঙ্গে ছিলেন শঙ্কর ভট্টাচার্য, টিটু লস্কর ও জাফর বড়ভূইয়া।
আগামী ১৩ জুলাই রবিবার ফাইনাল খেলার অনুষ্ঠিত হবে। ফাইনালে কাইদি এফসি শিলচরের মুখোমুখি হবে ভুবনখাল খাসিয়া ইয়ুথ ক্লাব। ফাইনালে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিশেষ অতিথি ধলাইর বিধায়ক নীহাররঞ্জন দাস সহ আরও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন।

