শিলচর প্রেমতলায় অগ্নিকাণ্ড, ছাই দোকান
বরাক তরঙ্গ, ১৯ মার্চ : শিলচর প্রেমতলা পয়েন্টে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। পুড়ে ছাই হয়ে যায় কয়েক লক্ষ টাকার সামগ্রী।
বুধবার শিলচর প্রেমতলা এলাকায় একটি ইলেকট্রিক সামগ্রীর দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। আগুন দেখে স্থানীয়রা সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেন। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে কিছু সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানা যায়।

