মেয়ের বিয়ের বাজার করে বাড়ি আর ফেরা হলো না বাবার, রংপুরে বাসের ধাক্কায় মৃত্যু
বরাক তরঙ্গ, ৯ ডিসেম্বর : হৃদয়বিদারক ঘটনা। মেয়ের বিয়ের বাজার করে বাড়ি আর ফেরা হলো না বাবার। বাসের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান উধারবন্দ শালগঙ্গার বাসিন্দা মঈন উদ্দিন লস্কর। সোমবার বেলা আড়াইটা নাগাদ শিলচর-ইম্ফল জাতীয় সড়কের রংপুর আখড়ার সামনে নৈশবাসের ধাক্কায় মৃত্যু হয় মঈন উদ্দিন লস্করের। জানা যায়, মঈন উদ্দিন লস্কর ও তার শ্যালক স্কুটি করে উধারবন্দ ফেরার পথে রংপুর আখড়ার সামনে পেছন দিক থেকে জগন্নাথ ট্রাভেলস এর একটি বাস ধাক্কা দেয়। মঈন উদ্দিন স্কুটির পেছনে বসে ছিলেন বাসের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান। অল্পবিস্তর আহত হন শ্যালক। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গেলেও বাঁশকান্দি পুলিশ সেখানে আটক করতে সক্ষম হয়েছে।
সূত্রে আরও জানা যায়, এদিন মঈন উদ্দিন তার স্ত্রী, মেয়ে এবং শ্যালককে নিয়ে বাজার করতে শিলচর শহরে এসেছিলেন। বাজার শেষে স্ত্রী ও মেয়েকে সদর ঘাটে অটোতে তুলে তাঁরা দু’জন স্কুটি নিয়ে বাড়ি মুখী হন। কয়েক কিলোমিটার যেতে না যেতেই এই ভয়ংকর দুর্ঘটনার শিকার হন মঈন উদ্দিন। দুর্ঘটনার পর কিছুটা উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ এখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে মর্মান্তিক দুর্ঘটনার খবর শালগঙ্গায় পৌঁছলে শোকের ছায়া নেমে আসে।