সাতকরাকান্দিতে কৃষকদের চিকিৎসা শিবির

বরাক তরঙ্গ, ১২ জানুয়ারি : কৃষকদের বিনামূল্য়ে চিকিৎসা শিবিরের আয়োজন করল ইন্ডিয়ান ফার্মারস ফার্টিলিজার কো-অপারেটিভ লিমিটেড। রবিবার সোনাইয়ের সাতকারকান্দি অঞ্চলে ১৪৯৩ নম্বর সাতকরাকান্দি এলপি স্কুলে এই শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে প্রায় ৬০ জন কৃষকের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে। এতে চিকিৎসকের দায়িত্বে ছিলেন ডাঃ জামির হোসেন লস্কর ও ডাঃ ওয়াজিদ আলি। শিবিরে ইফকোর দুই ফিল্ড অফিসার সৈকত দাস ও রেহান রেজা উপস্থিত ছিলেন।

সাতকরাকান্দিতে কৃষকদের চিকিৎসা শিবির
Spread the News
error: Content is protected !!