কাঁঠালতলি এমভি স্কুলের প্রধান শিক্ষক সুজয়কুমার দামকে বিদায় সংবর্ধনা

বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : পাথারকান্দির শিক্ষা খণ্ডের কাঁঠালতলি এমভি স্কুলের প্রধান শিক্ষক সুজয় কুমার দামকে বিদায় সংবর্ধনা জানাল স্কুল কর্তৃপক্ষ। এমর্মে স্কুল প্রেক্ষাগৃহে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। বাঘন জিপির প্রাক্তন সভানেত্রী শিপ্রারানি কৈরীর পৌরোহিত‍্যে আয়োজিত সভার শুরুতেই বিদায়ী শিক্ষক সহ অন‍্যান‍্য অতিথিদেরকে উত্তরীয় ও ফুলাম গামছা দিয়ে বরণ করেন। পরে স্কুল কর্তৃপক্ষ সহ শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষক সুজয়কুমার দামকে ফুলের মালা, গীতা, মানপত্র,শাল সহ অন‍্যান‍্য উপহার সামগ্রী দিয়ে বিদায় সংবর্ধনা জানানো হয়। পরে আলোচনা রাখতে গিয়ে বিভিন্ন বক্তা বিদায়ী শিক্ষকের কর্মময় জীবনের বিভিন্ন দিক তোলে ধরেন। এতে বলা হয়-বিদায়ী শিক্ষক দাম ১৯৯২ সালে এই স্কুলে শিক্ষকতার কাজে যোগ দেন। অতি দক্ষতার সঙ্গে শিক্ষকতা করেছেন দাম। তার অক্লান্ত পরিশ্রমের কথা কেউ অস্বীকার করতে পারবেন না। প্রথমে তিনি বিষয় শিক্ষক ছিলেন। পরবর্তীকালে স্কুলে প্রধান শিক্ষকের পদে আসিন হন। দামের জীবনের  বাকি অংশটুকু সুন্দর এবং সুখময় যেন হয় এই কামনা করেন প্রত‍্যেক বক্তা।

এদিকে অবসরপ্রাপ্ত বিদায়ী শিক্ষক সুজয় কুমার দাম বলেন-একটি কঠিন সময়ে কাঠালতলিতে এসেছিলাম। যে সময় রাস্তাঘাটের করুন অবস্থা ছিল। যাইহোক এখানে আসার পর থেকে এলাকাবাসীর যে ভালোবাসা পেয়েছি -তা চিরস্বরণীয় হয়ে থাকবে। নিজের দায়িত্ব যতটুকু ছিল তা যথাযথপালন করে যাওয়ার চেষ্টা করেছিলাম। দীর্ঘ সময় এই স্কুলে শিক্ষকতা করেছি। সরকারি নিয়ম অনুযায়ী বিদায় নিয়েছি। তবে এই স্কুলের ছাত্রছাত্রী,শিক্ষক ও অভিভাবকদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি তা কখনও ভুলার নয়। সবশেষে ছেলেমেয়েদের পড়াশোনায় আরও মনোযোগ সহ অধ‍্যায়ণ করার আহ্বান জানান তিনি। বক্তব্য রাখেন শিক্ষক আব্দুস সালাম, শিক্ষক মতাহির আহমদ, এসএমসির সভাপতি রামনারায়ণ সিং প্রমুখ। বিশিষ্টজনের মধ‍্যে উপস্থিত ছিলেন প্রদীপ সিং, অসিত সিনহা, সেলিম উদ্দিন, আব্দুস সহিদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ সিনহা।

কাঁঠালতলি এমভি স্কুলের প্রধান শিক্ষক সুজয়কুমার দামকে বিদায় সংবর্ধনা
Spread the News
error: Content is protected !!