শিলচর মেডিক্যালের মেডিসিন ওয়ার্ডে ঘুরছে না ফ্যান, রোগীদের চরম দুর্ভোগ! দৃষ্টি আকর্ষণ

বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : ভাদ্র মাসের প্রখর রোদ, আর দাবদাহে গরম। এর মধ্যে অকেজো ফ্যান। এমতাবস্থায় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগী ও সঙ্গে থাকা ছটফট করছেন।

ওয়ার্ডে ভর্তি থাকা বহু রোগীর অভিযোগ কেউ তিন দিন ধরে, কেউ আবার টানা পাঁচ দিন ধরে এখানে ভর্তি আছেন, কিন্তু এই সময়ে একবারও ফ্যান চালু হয়নি। প্রচণ্ড গরম ও আর্দ্র আবহাওয়ার কারণে তাদের অবস্থার আরও অবনতি হচ্ছে।

রোগীদের অভিযোগ, কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের বারবার জানালেও তারা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এ বিষয়ে তাঁদের কিছু করার নেই। তাঁদের এক্তিয়ারে নয়। এতে হতাশার ছাপ পরিলক্ষিত হয় রোগীদের মধ্যে। তাঁদের বক্তব্য  অনুযায়ী এবিষয়ে হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট-এর কাছে অভিযোগ করতে বলা হয়।

অভিযোগকারীরা বলেন, এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে রয়েছেন। গরমে প্রায় শ্বাসরুদ্ধকর অবস্থা তাঁদের।   তবে ভুক্তভোগীরা দ্রুত সমস্যার সমাধান দাবি করেছেন এবং সুপারিন্টেন্ডেন্টের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Spread the News
error: Content is protected !!