দশ‌দিন ধ‌রে নি‌খোঁজ হা‌তি‌খিরার কিশোরী, উৎকন্ঠায় প‌রিবা‌র

বরাক তরঙ্গ, ১৬ জানুয়ারি : বাজা‌রিছড়া থানা‌ অধীন লোয়াইর‌পোয়া ব্ল‌কের হা‌তি‌খিরা চা- বাগা‌ন এলাকার দুই নং লাই‌নের বা‌সিন্দা বছর ষোলর এক কিশোরী দশ‌দিন ধ‌রে নি‌খোঁজ রয়ে‌ছে। এ‌তে চরম উৎকন্ঠায় মধ্যে র‌য়ে‌ছেন নিখোঁজ কিশোরীর প‌রিবা‌রের লো‌কেরা।‌ নি‌খোঁজ কিশোরীর নাম রজনী সৎনা‌মি (১৬)। জানা গে‌ছে,  গত ৫ জানুয়া‌রি নিজ বা‌ড়ি থে‌কে আচমকা নি‌খোঁজ হ‌য়ে যায়। প‌রে তা‌কে আশপাশ সহ আ‌ত্মীয় স্বজন‌দের বা‌ড়ি‌তে খোঁজ ক‌রেন প‌রিবা‌রের লো‌কেরা।‌ শে‌ষে তা‌কে কোথাও খু‌ঁজে না পে‌য়ে গত ১১ জানুয়া‌রি স্থানীয় পু‌লি‌শে এক‌টি নি‌খোঁজ সংক্রান্ত এজাহার দা‌খিল ক‌রেন তার বাবা।

এ ব‌্যাপা‌রে শ্রীভূমি জেলার পু‌লিশসুপার পার্থপ্রতিম দা‌সের আশু হস্ত‌ক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে নি‌খোঁজ কিশোরীর কেউ সন্ধান পে‌লে বাজা‌রিছড়া পু‌লি‌শে অবগত করার জন্য আ‌র্জি জানিছেন রাজারাম সৎনামি।

দশ‌দিন ধ‌রে নি‌খোঁজ হা‌তি‌খিরার কিশোরী, উৎকন্ঠায় প‌রিবা‌র
Spread the News
error: Content is protected !!