কাছাড়ে বাজেয়াপ্ত জাল নোট, ধৃত ৩

বরাক তরঙ্গ, ৪ ডিসেম্বর : কাটিগড়ার পর সোনাবাড়িঘাট বাইপাসে অভিযান চালিয়ে জাল নোট বাজেয়াপ্ত করল পুলিশ। মঙ্গলবার রাতে কাটিগড়া চৌরঙ্গী এলাকা থেকে জাল নোট যুবককে আটক করা হয়। গণিরগ্রাম চতুর্থ খণ্ডের বাসিন্দা সজিব উদ্দিন মাঝারভূইয়া নামে  যুবকের কাছ থেকে ১৬০টি ৫০০ টাকার জাল নোট মোট ৮০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

বুধবার রাতে সোনাবাড়িঘাট বাইপাস থেকে দুই যুবককে পাকড়াও করা হয়। তাদের কাছ থেকে ৯০,৫০০ টাকার জাল নোট বাজেয়াপ্ত করে পুলিশ। সোনা বাড়ি ঘাট বাইপাস থেকে কচুদরম এলাকার গঙ্গাপুর ত্রয়োদশ খণ্ডের আকবর আলি মজুমদার ও মতিনগর দিদারখুশ গ্রান্টের মইদুল ইসলাম লস্করকে আটক করা হয়। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ৯০,৫০০ টাকার জাল নোট। সবকটি জাল নোটই ৫০০ টাকার।

কাছাড়ে বাজেয়াপ্ত জাল নোট, ধৃত ৩
Spread the News
error: Content is protected !!