নাগাল্যান্ডে গ্রেফতার অসম পুলিশের ভুয়ো ইন্সপেক্টর
বরাক তরঙ্গ, ১৮ জুলাই : ভুয়ো পুলিশ ইন্সপেক্টর সেজে মদ সরবরাহ করতে গিয়ে নাগাল্যান্ডে ধরা পড়ল অসমের এক ব্যক্তি। অসম পুলিশের ইন্সপেক্টর সেজে মদ পাচার করার সময় মুকোকচুঙে আটক করা হয় দীপঙ্কর গগৈ নামে এক প্রতারক। দীপঙ্কর মূলত গুয়াহাটির পানবাজার সদর দপ্তরের দমকল বাহিনীর চালক। পরবর্তীতে নাগাল্যান্ড পুলিশ তাকে গ্রেফতার করেছে।
