মুখ্যমন্ত্রী পদে আসীন হতে চলেছেন ফড়ণবীস

৪ ডিসেম্বর : মহারাষ্ট্রের রাজনীতিতে চলমান জল্পনার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী পদে আসীন হতে চলেছেন দেবেন্দ্র ফড়ণবীস। আগামীকাল, বৃহস্পতিবার মুম্বাইয়ের আজাদ ময়দানে শপথ গ্রহণ করবেন তিনি। বিজেপির তরফে বুধবার আনুষ্ঠানিকভাবে তার নাম চূড়ান্ত করা হয়েছে।

বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদ নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছিল। অবশেষে সেই সাসপেন্সের পর্দা সরল। পাশাপাশি, মহারাষ্ট্র বিজেপির চিফ হুইপ হিসাবে দায়িত্ব পেতে চলেছেন আশিস শেলার।

দেবেন্দ্র ফড়ণবীসের মুখ্যমন্ত্রী হওয়ার খবরে বিজেপি শিবিরে উৎসাহের ঝড় উঠেছে। রাজনৈতিক মহল মনে করছে, তার নেতৃত্বে মহারাষ্ট্রে বিজেপি সরকারের নতুন দিশা দেখা যাবে।

Author

Spread the News