পয়লাপুলে চক্ষু পরীক্ষা শিবির সড়ক সুরক্ষা কমিটির

বরাক তরঙ্গ, ১২ জানুয়ারি : জাতীয় সড়ক সুরক্ষা মাস উপলক্ষে জেলা সড়ক সুরক্ষা কমিটি, কাছাড়ের উদ্যোগে ও জেলা পরিবহন বিভাগের ব্যবস্থাপনায় এবং জেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় রবিবার দুপুর ১২ থেকে পয়লাপুল রাজীব ভবনে গাড়ি চালকদের মধ্যে সড়ক সুরক্ষার সচেতনতা বৃদ্ধির জন্য এক বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির করা হয়। হরিনগর প্রাইমারি হেল্থ সেন্টার এর চিকিৎসক শরিফুল হক শতাধিক চালকদের পরিক্ষা করে প্রয়োজনীয় ওষুধপত্র ও পরামর্শ প্রদান করেন। তাঁকে সহযোগিতা করেন নেতাজি ছাত্র যুব সংস্থার সাধারণ সম্পাদক তথা স্বাস্থ্যকর্মী দিলু দাস ও স্থানীয় সুরজ কৈরী।

পয়লাপুলে চক্ষু পরীক্ষা শিবির সড়ক সুরক্ষা কমিটির

এছাড়াও জেলা পরিবহন অফিসার রমেশ শ্যাম, লক্ষীপুর ক্রুইজার মালিক সংস্থার সাধারণ সম্পাদক রাজা রাম কৈরি, কাছাড় জেলা পরিষদের প্রাক্তন সভাপতি প্রদীপ দে, জেলা পরিবহন বিভাগের পার্থ সারথি তরঙ্গ হজঙ, বলবীর সিং, পল্লব নাথ, রাজা ঘোষ, প্রদীপ ঘোষ, অনিরূদ্ব মারমাছা প্রমুখ উপস্থিত থেকে সড়ক সুরক্ষা সচেতনতা অভিযানের জন্য সবাইকে সক্রীয় ভূমিকা পালন করার জন্য আবেদন জানান। জেলা পরিবহন বিভাগের পক্ষে অটো ও বাইকে রেডিয়াম স্টিকার প্রদান করা হয়, যাতে রাতের অন্ধকারে অন্য চালকদের দেখতে সুবিধা হয়। এছাড়াও রাস্তায় চালক ও আরোহিদের ট্রাফিক নিয়ম মেনে চলতে প্রচারপত্র বিতরণ করা হয়।

Author

Spread the News