দুধপাতিলে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত
বরাক তরঙ্গ, ১৭ আগস্ট : লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ এবং প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট, ‘ইয়ুথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস (ইয়াসি)’ বড়খলা বিধানসভা কমিটির সহযোগিতায় দুধপাতিলের ৮৩৬ নং আফোর এলপি স্কুলে এক বিনামূল্যের ছানি রোগ সনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করে। চৌধুরী আই হসপিটাল, শিলচরের ডাঃ বিকাশ কুমার এবং চক্ষু বিশেষজ্ঞ ঈশা মজুমদার মোট ১১১ জন রোগীর পরীক্ষা করেন। তাঁদের মধ্যে ২৫ জন রোগীর ছানি ধরা পড়ে এবং তাঁদের সবার ছানি অপারেশন শিলচর চৌধুরী আই হসপিটালে বিনামূল্যে করা হবে বিভিন্ন ধাপে। রবিবার রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।

ক্লাব ভ্যালি ভিউ-র পক্ষ থেকে সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, বিবেকানন্দ রায়, প্রকল্প চেয়ারপার্সন সাহিন আখতার মজুমদার, গাইডিং লায়ন সঞ্জীব রায় এবং অন্যরা উপস্থিত ছিলেন। ইয়াসি-এর পক্ষ থেকে সমন্বয়কারী হায়দর হোসেন লস্কর, রহিম বড়ভূইয়া, আমিনুল হোসেন বড়ভূইয়া এবং জোশিম উদ্দিন বড়ভূইয়া উপস্থিত ছিলেন।
ট্রাস্ট-এর পক্ষ থেকে প্রিয়ম চৌধুরী শিবিরের সমন্বয়ক ছিলেন। গাইডিং লায়ন সঞ্জীব রায় স্কুল কর্তৃপক্ষ ও দুধপাতিলের স্থানীয় বাসিন্দাদের ধন্যবাদ জ্ঞাপন করেন, এই শিবিরকে সফল করে তুলতে তাঁদের অসাধারণ সহযোগিতার জন্য।