অতিরিক্ত সময়ে গোল, কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

৩০ জুন : পিছিয়েও ২-১ গোলে জিতল ইংল্যান্ড। স্লোভাকিয়াকে হারিয়ে ইউরো কাপের শেষ আটে পৌঁছে গেল হ্যারি কেনের দল। রবিবার রাউন্ড অফ সিক্সটিনের গুরুত্বপূর্ণ ম্যাচ বড় দল ইংল্যান্ডের বিরুদ্ধে ২৫ মিনিটেই গোল করেন স্লোভাকিয়ার ইভান স্কার্নচ। দ্বিতীয়ার্ধের শেষ লগ্নে গোল শোধ করে খেলা ঘোরান ইংল্যান্ডের বেলিংহাম। এক্সট্রা টাইমে অসাধারণ গোল করে ইংল্যান্ডকে ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে দেন অধিনায়ক হ্যারি কেন।

ইংল্যান্ডের কামব্যাক মনে করিয়ে দিল ইতালি-ক্রোয়েশিয়া ম্যাচকে। সেদিন মাত্র ৪০ সেকেন্ডের জন্য বদলে যায় লুকা মদ্রিচদের ভাগ্য। একেবারে শেষলগ্নে গোল করে সমতা ফেরায় ইতালি। এদিনও তারই পুনরাবৃত্তি। নব্বই মিনিটের শেষে এক গোলে এগিয়ে ছিল স্লোভাকিয়া। ছয় মিনিট অতিরিক্ত সময় দেয় রেফারি। স্টপেজ টাইমের শেষ মিনিটে দুরন্ত বাইসাইকেল কিক থেকে ১-১ করেন জুড বেলিংহ্যাম‌। এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। এক্সট্রা টাইমের প্রথম মিনিটে জয়সূচক গোল হ্যারি কেনের। তবে পরের রাউন্ডে গেলেও দলের পারফরম্যান্স নিয়ে চিন্তা কাটবে না গ্যারেথ সাউথগেটের।

Author

Spread the News