মোদির ছবিতে লাথি, মারপিট, ঠাঁই জেল হাজতে প্রাক্তন জেডপিসির
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১০ জুন : প্রধানমন্ত্রীর ছবিতে লাথি সহ পৃথক পৃথক মারপিটের ঘটনায় প্রাক্তন জেলা পরিষদ সদস্য রাজু রাজকুমারকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করল পাথারকান্দি পুলিশ।
নরেন্দ্র মোদির তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হিসেবে রবিবার শপথ বাক্য পাঠ করেন সেসময় মোদির ছবিতে লাথি মারেন এমন অভিযোগ ছিল প্রাক্তন জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে। এমন কাণ্ডটি সংঘটিত হয়েছে করিমগঞ্জ জেলার পাথারকান্দিতে।
জানা গেছে, রবিবার পাথারকান্দিতে ছিল সাংসদ প্রার্থী কৃপানাথ মালার বিজয় মিছিল। এদিন দুপুরে পাথারকান্দি ডাক বাংলা রোডে রবীন্দ্র ভবনে চলছিল বিজয় উল্লাসের বিরাট আয়োজনের প্রস্তুতি। এমন সময়ে রবীন্দ্র ভবনের বাইরে থাকা সাউন্ড সিস্টেমের গাড়ির পাশে প্রাক্তন জেলা পরিষদ সদস্য রাজু রাজকুমার উপস্থিত হয়ে প্রথমে আব্দুল রহিম নামে যুব মোর্চার এক কর্মীর সঙ্গে অকারনে ঝগড়ায় লিপ্ত হয়ে পড়েন। পরে বিষয়টি হাতাহাতি পর্যন্ত গড়ায়। এতে এক সময়ে রাজু উত্তেজিত হয়ে গাড়িতে থাকা প্রধানমন্ত্রীর মোদির ছবিতে লাথি মারেন বলে অভিযোগ।বিষয়টি জানা জানি হতেই বিজেপি যুব মোর্চার কর্মীরা তেড়ে এলে অবস্থা বেগতিক দেখে সেখান থেকে রাজু পালিয়ে যান।
এমন খবর পেয়ে পাথারকান্দি বিজেপি ব্লক মণ্ডল সভাপতি শশিবাবু সিনহা ঘটনাস্থলে উপস্থিত হন এবং বিষয়টি নিয়ে পরে পাথারকান্দি থানায় একটি এজাহার দায়ের করেন। এদিনই বিকালে পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত রাজু রাজ কুমারকে আটক করতে সক্ষম হয়। পুলিশ রাজুকে আটক করে নিয়ে আসার সময় রাজু উত্তেজিত হয়ে এএসই ফরিজ উদ্দিন লস্করের সঙ্গে দস্তাদস্তি শুরু করে। অশালিন আচরন করেন বলেও অভিযোগ।এতে পৃথক পৃথক ভাবে পুলিশে মামলা ঠুকেন পুলিশ কর্মী সহ মণ্ডল সভাপতি ও বিজেপি কর্মী আব্দুল রহিমও। মোট তিনটি মামলায় অভিযুক্ত করা হয় রাজুকে।
সোমবার দুপুরে রাজুকে করিমগঞ্জ জেলা সিজেএম আদালতে সোপর্দ করলে আদালতের নির্দেশে তার ঠাঁই হয় জেল হাজতে।