শ্রীভূমিতে স্বাস্থ সেবা উৎসব সমাপ্ত : ৪৬টি স্বাস্থ্য প্রতিষ্ঠানের মূল্যায়ন
জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৬ ডিসেম্বর : অসম সরকারের উদ্যোগে স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে আয়োজিত স্বাস্থ্য সেবা উৎসব বৃহস্পতিবার শ্রীভূমিতে সফলভাবে সমাপ্ত হয়েছে। এই উৎসবের সময় ৪৬টি স্বাস্থ্য প্রতিষ্ঠান মূল্যায়ন করা হয়, যেখানে পরিষেবার মান, পরিকাঠামো এবং সেবা প্রদানের সামগ্রিক কার্যকারিতা পর্যালোচনা করা হয়। স্বাস্থ সেবা উৎসবের মূল উদ্দেশ্য হল স্বাস্থ্যসেবার ঘাটতি চিহ্নিত করা, মান অনুযায়ী সেবা প্রদানের নিশ্চয়তা প্রদান এবং রোগীদের জন্য উন্নত সেবা নিশ্চিত করা। এই উৎসব স্বাস্থ্য প্রতিষ্ঠানের মধ্যে সেরা পদ্ধতি ভাগ করে নেওয়ার একটি সুযোগও সৃষ্টি করে।এই মূল্যায়ন কার্যক্রমে অংশ নেন শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ১৮ জন ডাক্তার, জেলা প্রশাসনের ২৬ জন আধিকারিক, এবং অসম সরকারের মনোনীত ৯ জন মূল্যায়ক। তারা রোগী সেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, কর্মীদের কার্যক্ষমতা এবং প্রয়োজনীয় সরঞ্জামের প্রাপ্যতা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক পর্যবেক্ষণ করেন।
![শ্রীভূমিতে স্বাস্থ সেবা উৎসব সমাপ্ত : ৪৬টি স্বাস্থ্য প্রতিষ্ঠানের মূল্যায়ন শ্রীভূমিতে স্বাস্থ সেবা উৎসব সমাপ্ত : ৪৬টি স্বাস্থ্য প্রতিষ্ঠানের মূল্যায়ন](https://baraktaranga.com/wp-content/uploads/2024/12/img-20241205-wa00393780619442068872376-1024x768.jpg)
জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ সুমনা নাইডিং বলেন, “স্বাস্থ সেবা উৎসব আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ সুযোগ প্রদান করেছে। এর ফলাফল আমাদের পরিষেবার ঘাটতি পূরণে সহায়তা করবে এবং মানুষকে আরও ভাল সেবা দেওয়ার পথ প্রশস্ত করবে।” এই উদ্যোগ থেকে প্রাপ্ত তথ্য ভবিষ্যতে স্বাস্থ্যসেবা আরও উন্নত করার জন্য একটি রোডম্যাপ তৈরি করতে সহায়ক হবে এবং সকলের জন্য উন্নত ও মানসম্পন্ন পরিষেবা নিশ্চিত করবে।
![শ্রীভূমিতে স্বাস্থ সেবা উৎসব সমাপ্ত : ৪৬টি স্বাস্থ্য প্রতিষ্ঠানের মূল্যায়ন শ্রীভূমিতে স্বাস্থ সেবা উৎসব সমাপ্ত : ৪৬টি স্বাস্থ্য প্রতিষ্ঠানের মূল্যায়ন](https://baraktaranga.com/wp-content/uploads/2024/12/img_20241127_1059405191273692151382493-300x248.jpg)