Euro cup : ইতালির আত্মঘাতী গোলে শেষ ষোলোয় স্পেন

২১ জুন : রিকার্ডো ক্যালাফিওরির আত্মঘাতী গোল দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেয়। বৃহস্পতিবার ইতালিকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকে ইউরো কাপের শেষ ষোলোয় চলে গেল স্পেন। ম্যাচের ৫৫ মিনিটে একমাত্র গোল ইতালির ডিফেন্ডারের। তবে হাফ ডজন বা তারও বেশি গোলে জিততে পারত স্পেন। শেষ পাঁচ মিনিট বাদ দিলে গোটা ম্যাচে শাড়াশি আক্রমণে ইতালিকে চেপে ধরে স্পানিয়ার্ডরা। অনেক বেশি ব্যবধানে ম্যাচটা জেতা উচিত ছিল স্পেনের। কিন্তু সুযোগ নষ্টের ফুলঝুরি, এবং গোলের নীচে গিয়ানলুইজি ডোন্নারুম্মার অনবদ্য পারফরম্যান্স।

ইতালিকে লজ্জার হার থেকে বাঁচলেন আজুরিদের গোলকিপার। স্পেনের বিদ্যুৎ গতির ফুটবল। প্রথম আধ ঘণ্টায় ইতালির রক্ষণকে অতিষ্ঠ করে দেয় জামাল, মোরাতা, উইলিয়ামসরা। প্রথম থেকেই চতুর্থ গিয়ার। আক্রমণের বন্যা। প্রথমার্ধে খেলা পুরোপুরি ইতালিয় অর্ধে হয়। চমকপ্রদ ফুটবল স্পেনের। যেমন নিখুঁত পাসিং, তেমন গতি। টিকিতাকা ফুটবলের আদর্শ উদাহরণ। মন ভরানো দৃষ্টিনন্দন ফুটবল। প্রথমার্ধে অন্তত তিন গোলে এগিয়ে যাওয়া উচিত ছিল স্পেনের। কিন্তু মোরাতাদের অ্যাটাকিং থার্ডে ফিনিশিংয়ের অভাব এবং ইতালির গোলকিপার গিয়ানলুইজি ডোন্নারুম্মার গ্লাভস বাঁচিয়ে দেয় ইতালিকে। বাঁ প্রান্ত দিয়ে আক্রমণ শানাচ্ছিল স্পেন। প্রধান কান্ডারী নিকো উইলিয়ামস। দারুণ খেললেন। এদিন তাঁর গোল প্রাপ্য ছিল। শারীরিক ফুটবল দিয়ে স্পেনের দুরন্ত গতি থামানোর চেষ্টা করে বারেল্লারা।‌ আগাগোড়াই বলের দখল স্পেনের পক্ষে ছিল। বল নিজেদের পায়ে রাখতেই পারেনি ইতালি।

Author

Spread the News