Euro cup : শেষ ষোলয় ইতালি ও স্পেন

২৫ জুন : ম্যাচ শেষ হতে কয়েক সেকেন্ড বাকি। সাইড লাইনে টেনশনে জার্সি কামড়াচ্ছেন লুকা মদ্রিচ। বল ক্রোয়েশিয়ানদের পায়ে। তাঁদের কাজ ছিল শুধু বলের দখল রাখা। কিন্তু মাঝমাঠে বিপক্ষের পা থেকে বল ছিনিয়ে নেন কালাফিওরি। বাঁ দিকে ম্যাথিয়া জাকাগনির উদ্দেশে বল বাড়ান। বক্সের মাথা থেকে ডান পায়ের দূরপাল্লার শটে নিখুঁত প্লেসিং ইতালীয়র। বাঁচানোর কোনও সুযোগ ছিল না লিভাকোভিচের। মুহূর্তের মধ্যে নায়ক থেকে ট্র্যাজিক নায়ক বনে গেলেন লুকা মদ্রিচ।‌ নতুন হিরো খুঁজে পেল ইতালি। জাকাগনির‌ শেষ মিনিটের গোলে নাটকীয় পট পরিবর্তন। স্পেনের পর শেষ ষোলোয় ইতালি।

সোমবার ক্রোয়েশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে গ্রুপ বি থেকে দ্বিতীয় দল হিসেবে প্রি-কোয়ার্টারের ছাড়পত্র সংগ্রহ করলেন পেল্লিগ্রিনি, ডোন্নারুম্মারা। অধিনায়কের গোলে এগিয়ে গিয়েছিল ক্রোয়েশিয়া। মদ্রিচের ৫৫ মিনিটে করা গোল দু’দলের মধ্যে পার্থক্য গড়ে দিতে পারত। ম্যাচ সেদিকেই গড়াচ্ছিল। কিন্তু শেষ কয়েক সেকেন্ডে বদলে গেল ম্যাচের রং। এটাই ফুটবল। তিন ম্যাচে চার পয়েন্ট সংগ্রহ করে পরের রাউন্ডে ইতালি।

এ দিকে, অপর ম্যাচে আলবেনিয়াকে হারিয়ে স্পেন নয় পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে থাকল। শেষ ষোলো নিশ্চিত হয়ে যাওয়ার কারণে এই ম্যাচে ঝুঁকি নিতে চাননি স্পেনের কোচ লুই দে লা ফুয়েন্তে। ইটালির ম্যাচের দল আমূল বদলে দেন তিনি। আয়মেরিক লাপোর্তে ছাড়া আর কাউকে রাখেননি। বদলে দেন গোলকিপারকেও। তাতে স্পেন এগিয়ে যেতে সময় নেয় ১৪ মিনিট। দানি ওলমোর পাসে তোরেস বল জালে জড়ান। এরপর ম্যাচে ফেরার সুযোগ পায়নি আলবেনিয়া।

Author

Spread the News