শিলচরে প্রতিষ্ঠা দিবস পালন মণিপুরি স্টুডেন্টস ইউনিয়নের

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৮ ফেব্রুয়ারি : অল অসম মণিপুরি স্টুডেন্টস ইউনিয়নের ৪৭তম প্রতিষ্ঠা দিবস নানান কার্যসূচির মধ্য দিয়ে পালন করা হল। শনিবার প্রথমে গান্ধী ভবনের সামনে ইউনিয়নের কর্মকর্তারা সাংগঠনিক পতাকা উত্তোলন করেন। এরপর উপস্থিত সম্মানিত মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিপুর রাজ্যের প্রাক্তন মন্ত্রী বীরেন সিংহ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শান্তিকুমার সিংহ, প্রতিষ্ঠাতা নির্বাহী সদস্য কেএইচ বিমলেন্দু সিংহ, লক্ষীতন সিংহ, সরোজিনী শর্মা, বেনী মিশ্র, দীপাঞ্জিত সিংহ, উপেন্দ্র সিংহ প্রমুখ প্রথমে মাঙ্গলিক পঞ্চপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

এদিন বক্তব্যে বক্তব্যে সবাই আসামে মণিপুরি সম্প্রদায়ের অবদানের ইতিহাস তুলে ধরেন। সেই সঙ্গে সাংগঠনিক উন্নতির জন্য সমাজের  সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন অল আসাম মণিপুরি স্টুডেন্টস ইউনিয়নের সভাপতি ঙাসেপম সানাহল, সাধারণ সম্পাদক অশাংবম স্বপন প্রমুখ।

শিলচরে প্রতিষ্ঠা দিবস পালন মণিপুরি স্টুডেন্টস ইউনিয়নের
শিলচরে প্রতিষ্ঠা দিবস পালন মণিপুরি স্টুডেন্টস ইউনিয়নের

Author

Spread the News