জিপি সচিবকে গুলি করে হত্যা, পলাতক দুর্বৃত্তরা

বরাক তরঙ্গ, ২৬ জুন : বঙাইগাঁওয়ে দুস্কৃতির গুলিতে প্রাণ হারালেন এক জিপি সচিব। দক্ষিণ বঙাইগাঁওয়ের চিপনসিলা জিপি সচিব চন্দ্রকান্ত দাসকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে কাচিদবা এলাকায়। চায়ের দোকানের সামনে গুলি করে হত্যা করা হয়।

সচিব অফিস থেকে ফিরছিলেন। তিনি গাড়ি থামিয়ে চা খেতে গেলেন। চায়ের দোকানের সামনে গুলি করে দুর্বৃত্তরা। বাইকে এসে দুই যুবক গুলি করে পালিয়ে যায়। জেলাশাসক, পুলিশসুপার ঘটনাস্থলে পৌঁছেন। জানা যায়  ঘটনাস্থলেই মারা যান জিপি সচিব।  

Author

Spread the News