Euro cup : ফাইনালে স্পেনের বিরুদ্ধে ইংল্যান্ড

১১ জুলাই : ইউরো কাপের ফাইনালে ইংল্যান্ড। বুধবার রাতে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে স্পেনের মুখোমুখি হ্যারি কেনরা। যখন আরও ৩০ মিনিট অতিরিক্ত সময়ের প্রস্তুতি নিচ্ছিল সবাই, ঠিক সেই সময় সুপারসাব অলি ওয়াটকিন্সের গোল পার্থক্য গড়ে দিল। ৯০+১ মিনিটে কোল পালমারের পাস থেকে কোনাকুনি শটে নিখুঁত প্লেসিং। তৃতীয়বার মেজর আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে ইংল্যান্ড। ইউরোয় পরপর দু’বার। ২০২০ সালের পর ২০২৪। আগেরবার ঘরের মাঠে ফাইনালে ইতালির কাছে হারতে হয়েছিল। এবার আর তার পুনরাবৃত্তি চাইবেন না হ্যারি কেনরা।‌ এদিন টুর্নামেন্টের সেরা ম্যাচ খেলে ইংল্যান্ড।

এ দিন ম্যাচের ৭ মিনিটে দুরন্ত গোলে ডাচদের এগিয়ে দেন জাভি সিমোন্স। তবে ১৮ মিনিটে পেনাল্টি থেকে ইংল্যান্ডকে সমতায় ফেরান হ্যারি কেন। আর ম্যাচের শেষলগ্নে ৯১ মিনিটে দলকে ফাইনালের টিকিট এনে দেন অলি ওয়াটকিন্স।

Author

Spread the News