প্রান্তজ্যোতি ফের খোলার প্রচেষ্টা অব্যাহত : নিলয়

বরাক তরঙ্গ, ২৫ ফেব্রুয়ারি : দৈনিক প্রান্তজ্যোতি পত্রিক ফের খোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কর্মচারীদের বকেয়া বেতনের ৭০ শতাংশ দেওয়া হয়েছে। বাকিটা শীঘ্রই দেওয়া হবে। কিন্তু যেভাবে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচার চলছে সেটা অত্যন্ত দুঃখজনক। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন প্রান্তজ্যোতি দৈনিকের কর্নধার নিলয় পাল।

তিনি বলেন, প্রচণ্ড আর্থিক সমস্যার জন্য গত ২৬ অক্টোবর তিনি দৈনিক প্রান্তজ্যোতি বন্ধ করে দিতে বাধ্য হন। তখন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বকেয়া ৫ মাসের বেতন তিনি আগামী ৬ মাসের মধ্যে মিটিয়ে দেবেন। কিন্তু দেখা যায় একাংশ কর্মী লাগাতার মিথ্যা প্রচার চালিয়ে অভিযোগ করে তিনি নাকি চুক্তি ভঙ্গ করেছেন। ব্যক্তিগত ও পারিবারিক বিষয়কেও বিতর্কে টেনে আনা হয়। যখনই কোন গোষ্ঠীর সঙ্গে পত্রিকা বিক্রি বা অংশিদারিত্ব নিয়ে আলোচনা হয় তখন দেখা যায় তিনজন কর্মী সাংবাদিক সম্মেলন করে পরিস্থিতি জটিল করে তোলেন। তখন বিনিয়োগকারীরা আর সাহস পান না বিনিয়োগ করতে। যার ফলে এই পত্রিকাটির পুনরুজ্জীবন প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটছে।

প্রান্তজ্যোতি ফের খোলার প্রচেষ্টা অব্যাহত : নিলয়

এছাড়া তিনজন কর্মী বেতন নিতে অস্বীকার করেছেন। প্রান্তজ্যোতি বন্ধ হওয়ার পেছনে দুইজন দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি দায়ী বলে তিনি পাল্টা অভিযোগ করেন। তবে এখনও তিনি আলোচনার সব পথ খোলা রেখেছেন বলে জানান। আর মিথ্যা প্রচারে বিভ্রান্ত না হতে তিনি আহ্বান জানান। খোলা মনে যে কোন সমস্যা নিয়ে আলোচনায় প্রস্তুত বলে জানান নিলয় পাল।

Author

Spread the News