শ্রীভূমি শহরের অবৈধ বাজার উচ্ছেদ

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩ জুলাই : শ্রীভূমি শহরে রাস্তার পাশের অবৈধ বাজারগুলি উচ্ছেদ করতে শ্রীভূমির জেলা আয়ুক্ত এক আদেশ জারি করেছেন। শ্রীভূমি পুরসভার চেয়ারম্যানের গত ৩০ জুন তারিখে লেখা এক পত্রের পরিপ্রেক্ষিতে শ্রীভূমি শহরের  লক্ষীবাজার রোডে পিডব্লউডি অফিসের পাশের বাজার, গোপালজী মার্কেটের সম্মুখ থেকে বাজার কালীবাড়ির সংলগ্ন রাস্তার পাশের অবৈধ বাজার, স্টেশন রোড এবং পেট্রোল পাম্প থেকে রেলওয়ে গেইট ও ঘাট লাইনের অবৈধ বাজারগুলি উচ্ছেদ করতে নির্দেশ দেওয়া হয়েছে। জনগণ, স্কুলের ছাত্রছাত্রী ও যানবাহনের সুষ্ঠু চলাচলের স্বার্থে এই আদেশ জারি করা হয়েছে। এতে শহরের ওই এলাকাগুলিতে অবৈধ বাজারগুলিতে উচ্ছেদ পরিচালনা করতে ৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ইএম) নিয়োগ করে দায়িত্ব প্রদান করেছেন জেলা আয়ুক্ত।

৩ জুলাই সকালে ইএম অন্বেষা খেরসার পরিচালনায় লক্ষীবাজার রোডে পিডব্লউডি অফিসের পাশের বাজার উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি, ৫ জুলাই ইএম মানস প্রতিম বংজং গোপালজী মার্কেটের সম্মুখ থেকে বাজার কালীবাড়ি পর্যন্ত উচ্ছেদ পরিচালনা করবেন। অনুরুপভাবে ৮ জুলাই ইএম রংবামন টেরন স্টেশন রোডে, ১৪ জুলাই ইএম রূপক মজুমদার পেট্রোল পাম্প থেকে রেলওয়ে গেইট এবং ১৬ জুলাই ইএম আলমগীর লস্কর ঘাট লাইনের অবৈধ বাজারের উচ্ছেদ পরিচালনা করবেন। ছবি প্রতীকী।

শ্রীভূমি শহরের অবৈধ বাজার উচ্ছেদ

Author

Spread the News