৯ জুলাই দেশব্যাপী সাধারণ ধৰ্মঘটকে সমৰ্থন ইলেকট্ৰিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন

বরাক তরঙ্গ, ৫ জুলাই : সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে এবং শ্ৰমজীবী মানুষের ন্যায়সঙ্গত দাবির ভিত্তিতে গড়ে উঠা সংগ্ৰাম আরও জোরালো করতে দশটা কেন্দ্ৰীয় ট্ৰেড ইউনিয়ন এবং ফেডারেশনগুলোর যৌথ ভাবে আহুত ৯ জুলাই এর দেশব্যাপী সাধারণ ধৰ্মঘটের প্ৰতি সৰ্বাত্মক ও সক্ৰিয় সমৰ্থন জানিয়েছে অল আসাম ইলেকট্ৰিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের রাজ্য কমিটির পক্ষ থেকে এক প্ৰেস বার্তায় বলা হয় যে শ্ৰমিকদের দীৰ্ঘ সংগ্ৰামে অৰ্জিত ২৯টা শ্ৰম আইন প্ৰত্যাহার করে শ্ৰমিক স্বাৰ্থবিরোধী ও একচেটিয়া পুঁজিপতিদের স্বাৰ্থে প্ৰবৰ্তন করা ৪টি শ্ৰম কোড বাতিল করা, বিদ্যুৎ খণ্ড সহ অন্যান্য সরকারি সংস্থার বেসরকারিকরণ বন্ধ করার পাশাপাশি বিদ্যুৎ সংশোধনী বিল বাতিল করা এবং জনবিরোধী প্ৰিপেইড স্মাৰ্ট মিটার বাতিল করা এই সাধারণ ধৰ্মঘটের অন্যতম দাবি। জনগণের তীব্ৰ বিরোধিতায় পরও সরকার পুঁজিপতিদের স্বাৰ্থে স্মাৰ্ট মিটার প্রতিস্থাপন করে জনসাধারনের অর্থ লুন্ঠন অব্যাহত রেখেছে।

সংগঠনের পক্ষ থেকে এও বলা হয় যে, দেশের স্বাধীনতার পর বিগত ৭৮ বছরের তিক্ত অভিজ্ঞতায় এই কথা স্পষ্টতই বোঝা গেছে যে, মানুষের বেঁচে থকার ন্যূনতম দাবি আদায় করতে হলে শ্রমজীবী মানুষের সামনে শক্তিশালী ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। তাই আগামী ৯ জুলাই এর সাধারন ধৰ্মঘটকে সৰ্বাত্মক সমৰ্থন ও সফল করতে রাজ্যের জনসাধারণের প্ৰতি আহ্বান জানায় অল আসাম ইলেকট্ৰিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন।

Author

Spread the News