ধলাই ও ভাগা বাজারে ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশন সভা
বরাক তরঙ্গ, ১৮ অক্টোবর : প্রিপেড স্মার্ট মিটার প্রতিস্থাপনের বিরুদ্ধে গুয়াহাটির জেলা গ্রন্থাগার ভবনে আগামী ২৮ অক্টোবরের বিদ্যুৎ গ্রাহকদের অভিবর্তনের সমর্থনে অল আসাম ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশন কাছাড় জেলা কো-অর্ডিনেশন কমিটির পক্ষ থেকে বুধবার ধলাই ও ভাগা বাজারে ব্যাপক প্রচার অভিযান চালানো হয়। সংগঠনের পক্ষ থেকে চাম্পালাল দাস, অঞ্জনকুমার চন্দ, গৌরচন্দ্র দাস প্রচারাভিযানে অংশ গ্রহণ করেন। ভাগাবাজার ও ধলাই বাজারে ছোট ছোট পথসভার আয়োজন করে প্রিপেইড স্মার্ট মিটারের ভয়াবহতা সবিস্তারে তুলে ধরা হয়।
বক্তারা বলেন, প্রিপেড স্মার্ট মিটার আজ জনগণের কাছে আতংকের কারণ হয়ে দাঁড়িয়েছে। অগ্রিম রিচার্জের টাকা খুব দ্রুত কেটে ফেলার অভিযোগ বিদ্যুৎ গ্রাহকদের কাছ থেকে বার বার উত্থাপিত হচ্ছে। আসামের জনগণের পাশাপাশি অন্যান্য রাজ্যের জনগণ নিজস্ব উদ্যোগে আন্দোলন গড়ে তুলছেন। অতীতে বিদ্যুৎ সমস্যা নিয়ে এধরনের আন্দোলনের নজীর নেই। তাঁরা বলেন, দেশের কর্পোরেটদের মুনাফা লাভের চক্রান্ত হিসেবে স্মার্ট মিটার চাপিয়ে দেওয়া হয়েছে। সংগঠনের পক্ষ থেকে ২৮ অক্টোবরের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর বিদ্যুৎ গ্রাহক সম্মেলন সফল করতে আহ্বান জানানো হয়।