ভাগাবাজারে এসইউসিআই-র নির্বাচনী জনসভা
বরাক তরঙ্গ, ৬ নভেম্বর : ভাগাবাজারের ইলিয়াস আলি এলপি স্কুল সংলগ্ন স্থানে এসইউসিআই (কমিউনিস্ট) দলের প্রার্থী গৌরচন্দ্র দাসের সমর্থনে এক জনসভা অনুষ্ঠিত হয়। বুধবার দলের কাছাড় জেলা কমিটির প্রবীণ সদস্য প্রাক্তন শিক্ষক শ্যামদেও কুর্মীর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক চন্দ্রলেখা দাস। সভায় তিনি বক্তব্যে বলেন, নির্বাচনের মাধ্যমে পুঁজিপতিদের সেবাদাস ভোটের মাধ্যমে নির্বাচিত হন, জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হয় না। তিনি এও বলেন, ভোট আসলে নেতারা মিথ্যা প্রতিশ্রুতির ফুলঝুরি ছোটান, নির্বাচন চলে গেলে তা নিজেরাই ভুলে যান, জনগণ যে তিমিরে থাকে সেই তিমিরেই থাকেন। তিনি বলেন, এই নির্বাচনের প্রচারে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীরা আসছেন কিন্তু জনগণের সমস্যা যথাক্রমে তীব্র বেকার সমস্যা, নিত্যপ্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, প্রিপেড স্মার্ট মিটার বসিয়ে জনগণের অর্থ লুট করা, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি হাসপাতাল বন্ধ করে দিয়ে শিক্ষা, স্বাস্থ্য পরিষেবাকে ধ্বংস করে দেওয়া ইত্যাদি নিয়ে কোন কথা বলছেন না। তাঁদের একমাত্র উদ্দেশ্য হল দেশের কর্পোরেটদের মুনাফা অর্জনে সাহায্য করা এবং তাদের টাকায় নির্বাচন লড়ে বিধায়ক, মন্ত্রী হওয়া। তাই বিজেপি-কংগ্রেস দলের নেতাদের ভোট দিয়ে বিধায়ক নির্বাচিত করে জনগণের কোন লাভ নেই।
তিনি বলেন, রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন হিমন্ত সরকার নির্বিচারে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে তাদের ভিটা থেকে উচ্ছেদ করছে, এনকাউন্টারের নামেও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে হত্যা করা হচ্ছে। তিনি বলেন, এই সমস্যার সমাধান ভোট দিয়ে হবে না। ধলাই উপনির্বাচনে কংগ্রেসকে জেতালেও এই সমস্যার সমাধান হবে না, বিজেপিকে জেতালেও হবে না। এই সমস্যার সমাধান হবে একমাত্র গণতান্ত্রিক আন্দোলনের পথে। এসইউসিআই (কমিউনিস্ট) দল সারা বছর জনজীবনের সমস্যা সমাধানের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে। তিনি দলের প্রার্থী গৌরচন্দ্র দাসকে আগামী ১৩ নভেম্বর ভোট দিয়ে জয়যুক্ত করতে আহ্বান জানান। সবার প্রারম্ভিক বক্তব্য রাখেন দলের কর্মী আলি আফসর আশু চৌধুরী ও প্রার্থী গৌরচন্দ্র দাস।
এ দিনের সভায় এছাড়াও উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির অন্যতম সদস্য অরুণাংশু ভট্টাচার্য এবং রাজ্য কমিটির সদস্য ও জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী, জেলা কমিটির অন্যতম সদস্য সুব্রত চন্দ্র নাথ ও লক্ষীচরণ আকুড়া প্রমুখ।