শ্রীভূমিতে প্রবীণ যত্নে যুব সম্পৃক্ততা অনুষ্ঠান

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৪ অক্টোবর : আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে শ্রীভূমির বেলাভূমি বৃদ্ধাশ্রমে ১ থেকে ৩ অক্টোবর আয়োজিত হল তিন দিনব্যাপী বিশেষ কর্মসূচি “প্রবীণ যত্নে যুব সম্পৃক্ততা”। অনুষ্ঠানটির আয়োজক মেরা যুবা ভারত, করিমগঞ্জ (শ্রীভূমি) (যুবা বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়, ভারত সরকার)  সহযোগিতায় নেতাজি স্পোর্টিং ক্লাব শ্রীভূমি শাখা। তিন দিনে প্রবীণ ও তরুণ প্রজন্মের অংশগ্রহণে গল্প শেয়ারিং, সাংস্কৃতিক পরিবেশনা ও সৃজনশীল কর্মসূচির মাধ্যমে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। বিশেষ আকর্ষণ ছিল পুরোনো দিনের গান, নাচ ও মিষ্টিমুখ।

অনুষ্ঠানে ইংরেজি আবৃত্তি করে শোনান বৃদ্ধাশ্রমের নিবাসী সুদীপ্তা দাস এবং বাংলায় আবৃত্তি করেন আশ্রম নিবাসী গৌরী রাধাকানি, নৃত্য পরিবেশনায় জয়শ্রী বিশ্বাস, প্রিয়াঙ্কা শর্মা লস্কর, পৌলোমী শর্মা লস্কর, পঞ্চতপা শর্মা লস্কর, অন্বেষা স্বামী, তানিয়া দাস, দীপসা দাস, এবং সঙ্গীত পরিবেশন করেন অনিরুদ্ধ নন্দী ও দেবীস্তুতি দাস। স্বামীজীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পাঞ্জলি অর্পণ করা হয় এবং অতিথিদের উত্তরীয় দিয়ে বরণ করা হয়। বক্তব্য রাখেন নেতাজি স্পোর্টিং ক্লাবের সম্পাদক দেবাশিসচন্দ্র দেব, বৃদ্ধাশ্রমের কর্ণধার অপর্ণা দেব, সীমা দাস ও প্রধান বক্তা হিসাবে অনুরুদ্ধ নন্দী। আশ্রমের প্রবাসীদের সাথে গল্পগুচ্ছর মাধ্যমে সময় কাটান দোলনচাঁপা দাস, চন্দ্রাণী দেব, ভাস্বতী স্বামী, তাপসী শর্মা আচার্য প্রমুখ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে প্রবীণরা মানসিক স্বস্তি পান এবং তরুণ প্রজন্ম প্রবীণ যত্ন ও শ্রদ্ধাবোধের মূল্য উপলব্ধি করতে পারে।

Spread the News
error: Content is protected !!