ইটখোলা ও মেহেরপুর ঈদগাহে ঢল

ইটখোলা ও মেহেরপুর ঈদগাহে ঢল

বরাক তরঙ্গ, ৭ জুন : প্রতিকূল আবহাওয়ার মধ্যে দিয়ে কাছাড় জেলার শিলচর শহরের বিভিন্ন ঈদগাহ সহ ইটখোলা ও মেহেরপুর ঈদগাহে শান্তিপূর্ণ ভাবে ঈদ-উল আজাহা পালিত হয়।

শনিবার সকালে দু’টি ঈদগাহে হাজার অধিক লোক দু’রাকাত নামাজ আদায় করেন। শিলচর মেহেরপুর ঈদগাহতে ঈদের নামাজ আদায়ের জনসমুদ্রে পরিণত হয় ময়দান।

ইটখোলা ও মেহেরপুর ঈদগাহে ঢল

ইটখোলায় ঈদগাহে নামাজ পড়ান মওলানা সাব্বির আহমদ ও মেহেরপুরে নামাজ পড়ান মওলান আব্দুল ওয়াহিদ। নামাজের আগে পবিত্র ঈদের গুরুত্ব বিষয় নিয়ে আলোচনা করেন তাঁরা। পরে বিশ্ব শান্তির জন্য দোয়া করেন। ঈদের নামাজ শেষে একে অপরকে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়।

ইটখোলা ও মেহেরপুর ঈদগাহে ঢল
Spread the News
error: Content is protected !!