বৃহস্পতিবার কটন বিশ্ববিদ্যালয়ের ছাত্র একতা সভার নির্বাচন

বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে কটন বিশ্ববিদ্যালয়ের ছাত্র একতা সভার নির্বাচন। জনপ্রিয় গায়ক জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে স্থগিত রাখা এই নির্বাচনের অংশ হিসেবে আজ মুক্ত বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে মোট ১৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৪ জন প্রার্থী। সভাপতি পদে দেবাশিস বর্মণ, দীপশেখর কলিতা এবং ময়ূর গোপেন্দ্র দাস প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহ-সভাপতি পদে ভাগ্যশ্রী বড়া এবং তুজা ব্রহ্ম প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সম্পাদক পদে বিশাল বিশ্ব ডেকা, কীর্তিময় কাশ্যপ এবং পারভিজ জামান প্রার্থী হয়েছেন। সহকারী সাধারণ সম্পাদক পদে মেরিয়ন বরপাত্রগোঁহাই এবং ময়ূরী বড়া প্রার্থী হয়েছেন। ‘দ্য কটনিয়ান’ পত্রিকার সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাঞ্জেলিনা দাস, দীপাঙ্কর শরণীয়া এবং মাহিরা শইকিয়া। ছাত্রী বিশ্রামাগার সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাধনা শ্রেষ্ঠ এবং শ্রুতি চেতিয়া। তর্ক ও আলোচনা চক্র বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভীষ্পা কলিতা এবং দীপম সাহা। সমাজসেবা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কৌশ্তভ বরদলৈ এবং নিশান্ত ভরদ্বাজ। সঙ্গীত বিভাগের সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জ্ঞানদীপ তামুলি, কিংকর বৈশ্য এবং মহত্বকাঙ্ক্ষা কাশ্যপ। সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভায়োলিনা বড়ো, নন্দিনী কাশ্যপ এবং পরিনন্দী জিমা সুলতানা।

অ্যাথলেটিক্স সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন লিজা রহমান এবং নিবিড় মুহূর্ত বড়া। ক্রিকেট সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আর্যব্রত কাশ্যপ এবং বিশাল বৈশ্য। টেনিস, সাঁতার ও জিমনেশিয়াম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মৃণ্ময় বড়ো এবং রাজাবাবু রায়।

উল্লেখযোগ্য, ছাত্র বিশ্রামাগার সম্পাদক পদে পবিত্র বড়ো, ফুটবল ও হকি বিভাগের সম্পাদক পদে দীপ কামান এবং হালকা ক্রীড়া (মাইনর স্পোর্টস) বিভাগের সম্পাদক পদে ধনজিতা রামচিয়াৰী ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Spread the News
error: Content is protected !!