গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে মার্কসিট কেলেঙ্কারি : গ্রেফতার আটজন

বরাক তরঙ্গ, ২৯ জুন : গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে টাকার বিনিময়ে নম্বর বৃদ্ধি অর্থাৎ নকল মার্কসিটের বিরুদ্ধে অভিযান শুরু করেছে যৌথভাবে অসম পুলিশ এবং সিআইডি। শনিবার পুলিশ ও সিআইডির যৌথ অভিযানে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেফতার করা হয়েছে।

বরপেটা পুলিশের সহযোগিতায় সিআইডি পৃথক পৃথক স্থান থেকে সন্দেহভাজনদের গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী, ধুবড়ি ল’ কলেজের কম্পিউটার অপারেটর এবং এই অপরাধের সঙ্গে জড়িত রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- আজিজুল হক, কৃষণ কৃষ্ণমূর্তি, ইসমাইল হোসেন, আলমগীর খান, মইনুল হক, হামেজ উদ্দিন, আবুল বাসের, আমিনুল ইসলাম ও শিবতোষ মাহাতো।

গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কৃষ্ণন কৃষ্ণমূর্তিকেও গ্রেফতার করেছে পুলিশ। তারা ধুবড়ি ল কলেজের কর্মচারী শিবতোষ মাহাতো এবং লাংলা কলেজের গ্রন্থাগারিক আমিনুল ইসলামকেও গ্রেফতার করে।

বাকিদের গুয়াহাটি, কলাগাছিয়া, ধুবড়ি সহ বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় আরও অনেকে জড়িত রয়েছে তা নিশ্চিত। শীঘ্রই আরও কয়েকজনকে গ্রেফতারের সম্ভাবনা রয়েছে।

এই ঘটনায় ইতিমধ্যেই রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। শুক্রবার মুখ্যমন্ত্রী বরপেটায় গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের এ প্রসঙ্গে কথা তুলে ছিলেন। এ ঘটনার তদন্তের দায়িত্ব পুলিশ ও সিআইডিকে দেওয়া হয় বলে জানিয়ে ছিলেন।

Author

Spread the News