বরপেটা ও নলবাড়িতে বীর লাচিতসেনার আট সদস্য গ্রেফতার

বরাক তরঙ্গ, ৩০ অক্টোবর : রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে বীর লাচিতসেনাদের ধরপাকড়। কোথাও অর্থদাবি আবার কোথাও এসওপির বিরোধিতা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। বরপেটায় দীপাবলির সময় স্থানীয় আতশবাজি ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়। ধৃতরা হলেন শহিদুল বরুয়া, লিটন আলি ও দীপঙ্কর তালুকদার।

এ দিকে, নলবাড়িতে ৫ জন বীর লাচিত সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ছটপূজা এবং রাস উৎসবের বিষয়ে এসওপি জারি করার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন গ্রেফতারকৃতরা হলেন নলবাড়ি জেলা কমিটির সভাপতি দিলীপ বর্মণ, সাধারণ সম্পাদক নভজিৎ বর্মণ, প্রশাসনিক সম্পাদক প্রাঞ্জল বর্মণ, পঙ্কজলোচন ডেকা ও আসিফুর জামান।

Spread the News
error: Content is protected !!