সৌদিতে ঈদ-উল ফিতরের চাঁদ
২৯ মার্চ : শাওয়াল ও পবিত্র ঈদ-উল ফিতরের চাঁদ দেখা গেছে। সৌদি আরবে চাঁদ দেখা যায়। সৌদি আরবে আজ শনিবার ১৪৪৬ হিজরির শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল রবিবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।
এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদ-উল ফিতর উদ্যাপন করেন।
https://x.com/insharifain/status/1906001740102517192?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1906001740102517192%7Ctwgr%5Ea8dfc37f110576e08dd2d32ca8e7ed546c07a967%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.aljazeera.com%2Fnews%2F2025%2F3%2F29%2Feid-mubarak-2025-hear-greetings-in-different-languages-2

