ঈদুল আজহা ১৭ জুন

৮ জুন : ১৪৪৫ হিজরির জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১৭ জুন ঈদুল আজহা পালিত হবে ভারত সহ বাংলাদেশের ও পাকিস্তানে। ঈদুল আজহা উদযাপিত হয় জিলহজ মাসের ১০ তারিখ। এই জিলহজের চাঁদ ওঠার ওপর নির্ধারিত হয় হজের দিনও। গতকাল সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ায় আগামী ১৫ জুন হজের দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। আর দেশটিতে ঈদ পালিত হবে ১৬ জুন।

জানা যায়, পাকিস্তানের স্থানীয় সময় রাত ৮টার পর চাঁদ দেখতে পাওয়ার ঘোষণা দেওয়া হয়। এছাড়া ভারতের বিভিন্ন রাজ্যে জিলহজের চাঁদ দেখতে পাওয়ার খবর পাওয়া গেছে। ফলে এবার ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে একইদিনে ঈদ উদযাপিত হতে যাচ্ছে।

Author

Spread the News