সোনাবাড়িঘাটে নবনির্মিত ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত

সোনাবাড়িঘাটে নবনির্মিত ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত

বরাক তরঙ্গ, ৩১ মার্চ : সোনাবাড়িঘাটে প্রথমবারের মতো ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হল। সোমবার সারা দেশের সঙ্গে  সোনাবাড়িঘাট চৌধুরী মসজিদ প্রাঙ্গণে নবনির্মিত ‘নুরুল হক চৌধুরী ঈদগাহ’ এ ঈদ-উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় ঈদ-উল ফিতরের নামাজ পাঠ করান মসজিদের ইমাম মওলানা ওয়াহিদু রহমান সাদি। প্রথমবারের এই ঈদগাহে প্রায় হাজার জন ধর্মপ্রাণ পুরুষ নামাজে অংশ নেন।

সোনাবাড়িঘাটে নবনির্মিত ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত

নামাজ শুরু হওয়ার আগে রমজান, ফিৎরা ও বিভিন্ন বিষয়ের উপর সংক্ষিপ্ত বয়ান পেশ করেন মওলানা ওয়াহিদুর রহমান। এরপর নামাজ শুরু হয়। নামাজ শেষে বিশ্বশান্তির জন্য দোয়া করেন তিনি।

সোনাবাড়িঘাটে নবনির্মিত ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত

উল্লেখ্য, ঈদগাহের জন্য মসজিদের পাশে ছয় কাটা জমি দান করেছেন জননেতা প্রয়াত ময়ীনুল হক চৌধুরীর ভ্রাতা প্রাক্তন বিধায়ক প্রয়াত নুরুল হক চৌধুরীর সহধর্মীনি লিলি বেগম চৌধুরী ও তাঁর পাঁচ মেয়ে। সেই দান করা জমিতে গত দুমাস থেকে কাজ শুরু হয়েছে। প্রথমে বালু মাটি ভরাট করে নামাজের উপযোগী করে তোলা হয়। এতে অনেকে আর্থিক ও পরিশ্রমের মাধ্যমে সাহায্য করেছেন।

Author

Spread the News