পাথারকা‌ন্দি ও কটামণি এলাকায় শান্তিপূর্ণ ভাবে কাটল ঈদ

পাথারকা‌ন্দি ও কটামণি এলাকায় শান্তিপূর্ণ ভাবে কাটল ঈদ

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৭ জুন : বৃষ্টির মধ্যে সোমবার প্রবল উৎসাহ ও উদ্দীপনায় কাটল ঈদ-উল আজহা বৃহত্তর পাথারকা‌ন্দি ও কটামণি এলাকায়। আগেই এলাকার সবক‌’টি ঈদগাহ ময়দান যথাসাধ্য সা‌জি‌য়ে তু‌লে‌ছি‌লেন বি‌ভিন্ন ঈদগাহ প‌রিচালন ক‌মি‌টির কর্মকর্তারা। তবে ভারী বৃষ্টির দরুন নামাজ আর পড়া হল না।  অসম-মিজোরাম-ত্রিপুরা সীমান্তের কটামণি, নাগ্রা, ঝেরঝেরি উত্তর ঝেরঝেরি, মানিছড়া, উত্তর ছলামনা- দক্ষিণ ছলামনা, বাজারঘাট, বড় সবিড়ি যুগিছড়া ইছারপার, মাধবপুর রাধামাদবপুর, ইছাবিল, পুঠিয়াখাল, কালাছড়া, বাজারিছড়া, চন্দ্রপুর ছাগলমা উজান ছগলমা জালালনগর, ডেঙ্গারবন্দ সহ পাথারকা‌ন্দি আছিমগঞ্জ চেরা‌গি কাবা‌ড়িবন্দ মধুরবন্দ টিলাবাজার, জুড়বাড়ি, ডেফলআলা, কাঁঠালত‌লি মৈনা বৈঠাখাল জামিরালা টিলাবাড়ি মামবাড়ি, মদুরবন্দ, কাছরগাঁও কানাইবাজার, চান্দখিরা, কলকলিঘাট, মানিকপাড়া তিপতি, রাজবাড়ি, হইতরখা, ডেউবাড়ি, সোনাতোলা প্রমুখ এলাকা সহ বিভিন্ন স্থানে প্রতিকূল আবহাওয়া ঈদগাহ মাঠ বৃষ্টিতে ভিজে যাওয়া কারনে ঈদগাহের পরিবর্তে মসজিদ ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

পাথারকা‌ন্দি ও কটামণি এলাকায় শান্তিপূর্ণ ভাবে কাটল ঈদ

এদিকে, ঈদের দিন যাতে কোনো প্রতিকর ঘটনা না ঘটে সে দিকে লক্ষ রেখে সরকার ও জেলা প্রশাসনের নির্দেশ অনুসারে পাথারকান্দি ও বাজারিছড়া থানা এলাকাদিন উল্লেখিত এলাকায় সকাল থেকে পুলিশ প্রশাসনে আধিকারিকরা  পুলিশের বিশেষ টিম নিয়ে চশেবেড়ান এবং নিরাপত্তার দিক ক্ষতিয়ে দেখেন। এবং স্থা‌নীয় বি‌ভিন্ন ভি‌ডি‌পি ক‌র্মীরা প্রথম থে‌কেই সচেতন দৃ‌ষ্টি‌তে থাকায় কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটার খবর নেই।

অনুমান করা হয়েছিল যে আজ আর ঈদের বাজার জমবে না। প্রথম দিকে হাটবাজার একেবারে জমেনি। বৃষ্টি থামতেই শিশু, কিশোর-কিশোরী বেরিয়ে আসলে ব্যবসায়ীদের মুখে হাসি ফুটে ওঠে। 

Author

Spread the News