শ্রীভূমি কারাগারে ঈদের শুভেচ্ছা বিনিময় সর্বধর্ম সমন্বয় সভার

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩১ মার্চ : শ্রীভূমি জেলা কারাগারে ঈদ-উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছে সর্বধর্ম সমন্বয় সভা। সোমবার সকাল ৮টায় সংগঠনের ইসলাম ধর্মাবলম্বী সদস্যরা কারাগারে উপস্থিত হয়ে কয়েদিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে করমর্দন ও কোলাকুলির মাধ্যমে শুরু হয় শুভেচ্ছা বিনিময়ের আনুষ্ঠানিকতা। এরপর কারাগার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ঈদের শুভেচ্ছা বিনিময় আসর।
অনুষ্ঠানে বিশিষ্টজনদের পরিচয় করিয়ে দেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচএম আমির হোসেন। পর্যায়ক্রমে বক্তব্য রাখেন আইনজীবী অর্চনা দত্ত, সমাজকর্মী বাপন নমশূদ্র, অজয় দাস, জেলসুপার প্রবীণকুমার হাজরিকা, মওলানা ইফতিকার আহমেদ, আইনজীবী আবুল হাসনাত চৌধুরী ও মুহসিন আলম।

জেলসুপার তাঁর বক্তব্যে বলেন, “প্রকৃত ধার্মিকরা কখনই অশান্তি সৃষ্টি করতে পারেন না। নিজ নিজ ধর্মীয় রীতি-নীতি মেনে চললে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে।” আইনজীবী অর্চনা দত্ত কয়েদিদের স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার পরামর্শ দেন এবং তাদের কিছু আইনি দিকনির্দেশনাও প্রদান করেন।

অতিথিরা কয়েদিদের হাতে ঈদের শুভেচ্ছা বার্তা তুলে দেন। তাদের উপস্থিতিতে কয়েদিরা আনন্দ প্রকাশ করে হাততালি দিয়ে অভিবাদন জানান। এ সময় সর্বধর্ম সমন্বয় সভার পক্ষ থেকে জেল সুপারের হাতে কিছু বস্ত্রসামগ্রীও তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন।

এই মহতী আয়োজনে আরও উপস্থিত ছিলেন করিমগঞ্জ প্রেসবিটেরিয়ান চার্চের এল্ডার নিমাই দে, আব্দুল হান্নান, ইনজামামুল হক বাবু, ইনায়া হাসনাত চৌধুরী প্রমুখ। উল্লেখ্য, ২০১৫ সাল থেকে করিমগঞ্জ টাউন ঈদগাহে এই শুভেচ্ছা বিনিময় হয়ে আসছিল, তবে এবারই প্রথমবারের মতো এটি জেলা কারাগারে অনুষ্ঠিত হল।