ঈদে বাড়ি ফেরা হল না বিভিসিএল কর্মী মনসুরের, সড়ক দুর্ঘটনায় মৃত্যু

এবি লস্কর, লালা।
বরাক তরঙ্গ, ২৯ মার্চ : পরিবারের সঙ্গে ঈদের আনন্দে সামিল হতে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন কাটলিছড়া থানা অধীন রংপুর অষ্টম খণ্ডের যুবক মনসুর আলম লস্কর (জনি)। কিন্তু নিয়তির নিষ্টুর পরিহাস, বাড়ি পৌছার আগেই রাস্তায় জীবনদীপ নিভে গেল বছর ৪৩ এর যুবক মনসুর আলম জনির। হাইলাকান্দি শহরের উপকন্ঠে বাউয়ারঘাট বাজার এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি । বদরপুরের ভ্যালি স্ট্রং সিমেন্ট কোম্পানি থেকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা সংঘটিত হয়।

জানা গেছে, জনি বাইক নিয়ে বাড়ি ফিরছিল, বাউয়ারঘাট এলাকায় পৌছার পর ৬ নং জাতীয় সড়কের উপর পেছন দিক থেকে  টাটা ম্যাজিক ট্রাক ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। সঙ্গে সঙ্গে রাস্তায় লুটিয়ে পড়ে মুখ নিচের দিকে দিয়ে। মাথা থেকে ব্যাপক রক্তক্ষরণ হয়। স্থানীয় জনতা পুলিশকে খবর দিয়ে তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্স করে হাইলাকান্দি সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। রমজান মাসের অন্তিম লগ্নে, পবিত্র ইদের প্রাক্কালে এমন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শোকে মুহ্যমান সাহাবাদের রংপুর অষ্টম খণ্ড এলাকা। তীব্র শোকে বাড়িতে কান্নার রোল ওঠেছে। মর্মান্তিক সড়ক দুর্ঘটনা গোটা পরিবারকে তছনছ করে দিয়েছে। সাহাবাদের রংপুর অষ্টম খন্ডের প্রয়াত শিক্ষক আলাউদ্দিন লস্করের ছেলে মনসুর আলম লস্কর (জনি) বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান। ঘটনা শনিবার বিকাল পাঁচটা নাগাদ ঘটে। মনসুর আলম বাইকে সাহাবাদের রংপুর অষ্টম খণ্ডের বাড়িতে আসছিলেন। 

ঈদে বাড়ি ফেরা হল না বিভিসিএল কর্মী মনসুরের, সড়ক দুর্ঘটনায় মৃত্যু
ঈদে বাড়ি ফেরা হল না বিভিসিএল কর্মী মনসুরের, সড়ক দুর্ঘটনায় মৃত্যু
Spread the News
error: Content is protected !!