বাঁধ ভেঙে প্লাবিত পূর্ব হাইলাকান্দি, নিখোঁজ মহিলা

বরাক তরঙ্গ, ৩০ মে : হাইলাকান্দিতে তসলা বাঁধ ভেঙে প্লাবিত হল পূর্ব হাইলাকান্দি। টানা তিনদিনের ধারা বর্ষণে কাটাখাল নদী রীতিমতো রুদ্ররূপ ধারণ করেছে। পূর্ব হাইলাকান্দির নিমাইচান্দপুরের তসলা বাঁধ ভেঙে হু হু করে ঢুকছে কাটাখাল নদীর জল। প্লাবিত সমগ্র পূর্ব হাইলাকান্দি। বৃহস্পতিবার বন্যার রূপ আরও ভয়াবহ আকার ধারন করে। নতুন করে বহু গ্রাম প্লাবিত হয়। জলবন্দীদের উদ্ধার কাজে নেমে পড়েছে এসডিআরএফ বাহিনী। পূর্ব হাইলাকান্দির গ্রাম গুলোতে জলে আবদ্ধ হয়ে গৃহবন্দীদের উদ্ধার করে শিবিরে নিয়ে আসছেন এসডিআরএফ জওয়ানরা। রতনপুরে এসডিআরএফ টিম পাঠানো হয়েছে। রতনপুরে বন্যার জলে নিখোঁজ হয়েছেন এক মহিলা। তল্লাশি চালাচ্ছে বাহিনী।

পূর্ব হাইলাকান্দির বন্যার পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে জেলাশাসকের সঙ্গে জরুরি বৈঠক করেছেন স্থানীয় বিধায়ক জাকির হোসেন লস্কর। জানা যায়, বিতর্কিত তছলা বাঁধ নির্মাণের মাত্র চার বছরের মাথায় ভেঙে যাওয়ায় জনমনে ক্ষোভ পরিলক্ষিত হয়।

বাঁধ ভেঙে প্লাবিত পূর্ব হাইলাকান্দি, নিখোঁজ মহিলা

এ দিকে, ধলেশ্বর-কাটাখাল নদীর জলে কাটলিছড়া সার্কলের কুড়িটির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। এতে শতাধিক ঘর জলমগ্ন অবস্থায় আছে। ঘরে জল ঢুকলে মানুষ দ্রুত নিরাপদ স্থানে চলে যান।

বাঁধ ভেঙে প্লাবিত পূর্ব হাইলাকান্দি, নিখোঁজ মহিলা

মূলত মঙ্গলবার মধ্য রাত থেকে মানুষের ঘরে জল প্রবেশ করে।  ফলে রাত জেগে মানুষ পরিজনদের নিয়ে অন্যস্থানে চলে যান। বুধবার ধলেশ্বর-কাটাখাল নদীর জল নতুন এলাকা প্লাবিত করে।

Author

Spread the News