ভূকম্প : সাহসিকতার সঙ্গে এনআইসিইউতে নবজাতকদের রক্ষা করা দুই নার্সকে সংবর্ধনা
বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : ভূমিকম্পের সময় হাসপাতালের এনআইসিইউ ওয়ার্ডে তিনটি নবজাতকের পাশে নির্ভীকভাবে দাঁড়িয়েছিলেন দুই নার্স। এই সাহসিকতা দেখা যায় নগাঁওয়ের আদিত্য হাসপাতালের এনআইসিইউ ওয়ার্ডে। রবিবার বিকেলে ৫.৯ রিক্টার স্কেল যখন রাজ্য কেঁপে ওঠে তখন দুই নার্স ওয়ার্ড থেকে বের না হয়ে তিনটি নবজাতকের পাশে দাঁড়ালেন। একজনে দু’টি শিশু ও আরেকজনে একটি শিশুকে ধরে থাকেন। তাঁদের
এই সাহসে সর্বত্র প্রশংসিত হলেন।
এরপর সাহসিকতার সঙ্গে এনআইসিইউতে নবজাতকদের রক্ষা করা দুই নার্স লক্ষ্মীমণি দাস এবং পারিস্মিতা বরাকে হাসপাতাল কর্তৃপক্ষ কর্তৃক সংবর্ধিত করল।