হাইলাকান্দিতে ই-রিকশা বণ্টন শিলাদিত্য দেবের
জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২০ জানুয়ারি : অসম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের উদ্যোগে হাইলাকান্দিতে সোমবার কুড়িটি ই-রিকশা বণ্টন করা হয়। রাজ্যের ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শিলাদিত্য দেব উপকৃতদের হাতে ই-রিকশা গুলি বণ্টনের সূচনা করে চাবি তুলে দেন।
হাইলাকান্দি জেলা আয়ুক্তের প্রাঙ্গনে এই উপলক্ষে আয়োজিত এক সভায় ই-রিক্সা বন্টনের চাবি তুলে দেওয়া হয় সোমবার। সভায় ভাষণ দিয়ে চেয়ারম্যান শিলাদিত্য দেব উপকৃতদেরকে ই-রিকশা চালানোর সময় ট্রাফিক নিয়ম মেনে চলতে আহ্বান জানান। ভাষন প্রসঙ্গে তিনি আরো জানান যে এই রিকশা গুলি ১০০ শতাংশ সরকারি অনুদান। এতে উপকৃতদের নিজের কোন আর্থিক শেয়ার নেই এবং ই-রিকশা গুলির এক বছরের জন্য বীমা করে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে ডিডিসি এল্ডাড ফাইরিম এবং সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার অনশ্রুত কাশ্যপ দাস উপস্থিত ছিলেন।