সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত করার পরিপূরক সংগ্রাম করার আহ্বান ডিওয়াইও-র সমারোহে

বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : দেশের যুবকদের ভয়াবহ সাম্প্রদায়িকতার উর্ধ্বে উঠে পুঁজিপতিদের শোষণ ও শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সম্প্রতি মঙ্গলদৈয়ে যুব সংগঠন এআইডিওয়াইও’র অসম রাজ্য কমিটির যুব ক্রীড়া ও সাংস্কৃতিক সমারোহে এই আহ্বান রাখেন মুখ্য বক্তা এসইউসিআই (কমিউনিস্ট) দলের পলিটব্যুরো সদস্য কান্তিময় দেব। তিনি তাঁর বক্তব্যে পুঁজিবাদকে উচ্ছেদ করে সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত করার পরিপূরক করে সংগ্রাম করার আহ্বান জানান। সভায় নির্দিষ্ট বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সর্বভারতীয় কমিটির সভাপতি নিরঞ্জন নস্কর, তিনি তাঁর বক্তব্যে স্বাধীনতা আন্দোলনের শহিদদের আত্মত্যাগ এবং তাঁদের সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে বর্তমানে সমাজের মধ্যে চলা অন্যায়, অত্যাচারের ও যুবকদের সমস্যার পাশাপাশি সর্বস্তরের মানুষের জীবনের সমস্যা সমাধানের দাবিতে আন্দোলন গড়ে তুলতে আহ্বান জানান।

সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত করার পরিপূরক সংগ্রাম করার আহ্বান ডিওয়াইও-র সমারোহে

তিন দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল
‘সাংস্কৃতিক অবক্ষয় ও বেকার সমস্যার সমাধান কোন পথে’- শীর্ষক আলোচনা। এতে অংশগ্রহণ করেন সংগঠনের সর্বভারতীয় সম্পাদকমণ্ডলীর সদস্য তথা পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মলয় পাল ও অসম রাজ্য কমিটির সহ-সভাপতি জীতেন্দ্র চলিহা।

সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত করার পরিপূরক সংগ্রাম করার আহ্বান ডিওয়াইও-র সমারোহে

উল্লেখ্য, ২৯ আগস্ট শিবিরে বিভিন্ন জেলার প্রতিনিধিরা সমবেত হয় এবং ৩০ আগস্ট  সংগঠনের রাজ্য কমিটির সভাপতি সাইফুল ইসলাম কর্তৃক পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যুব সমারোহ শুরু হয়। শহিদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি নিরঞ্জন নস্কর, বিশিষ্ট সাহিত্যিক এবং চিকিৎসক ডাঃ অমরেন্দ্র নারায়ণ দেব, সংগঠনের সর্বভারতীয় সম্পাদকমণ্ডলীর সদস্য মলয় পাল সহ উপস্থিত রাজ্যিক নেতৃবৃন্দ। এই যুব সমারোহের উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক এবং চিকিৎসক ডাঃ অমরেন্দ্র নারায়ণ দেব। তিনি তাঁর উদ্বোধনী বক্তব্যে যুবকদের সময়ানুবর্তিতা, চরিত্রবান হ‌ওয়া সহ মহান নেতা শিবদাস ঘোষের শিক্ষাকে জীবনে গ্রহণ করে বাস্তবে প্রয়োগ করার আহ্বান জানান। এই শিবিরে দুদিন ব্যাপী প্রতিনিধিদের মধ্যে ফুটবল এবং কাবাডি প্রতিযোগিতা সহ বিভিন্ন ধরণের খেলাধুলার পাশাপাশি সমবেত সঙ্গীত প্রতিযোগিতা, একাংক নাটক প্রতিযোগিতা‌ও অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত করার পরিপূরক সংগ্রাম করার আহ্বান ডিওয়াইও-র সমারোহে

এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে সঙ্গীত, নৃত্য, কবিতা আবৃত্তিও পরিবেশিত হয়। এই যুব শিবিরে রাজ্য কমিটির সভাপতি সাইফুল ইসলামের পরিচালনায় মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই সমারোহের অঙ্গ হিসেবে মদ, ভাং, ড্রাগস, সামাজিক মাধ্যমে অশ্লীলতার অবাধ প্রচার নিষিদ্ধ করা, বেকার যুবকদের কর্মসংস্থান ব্যবস্থা করা, কর্মসংস্থান না হ‌ওয়া পর্যন্ত বর্তমান সামাজিক পরিস্থিতিতে মর্যাদা নিয়ে চলার মতো বেকার ভাতা প্রদান করা সহ বিভিন্ন দাবিতে সুসজ্জিত মিছিল মঙ্গলদৈ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে সমবেত হয়।

শেষ দিন ৩১ আগস্ট বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করে যুব সমারোহ সম্পন্ন হয়।

Spread the News
error: Content is protected !!