সোনাইয়ে এমএলএ কাপ ফুটবলে জয়ী ডুংরিপার

শামিম বড়ভূইয়া, সোনাই।
বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : সোনাই ফুটবল অ্যাকাডেমির আয়োজিত এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্টে গোলে ভাসিয়ে দিল ডুংরিপার এফসি। ৫-০ গোলে হারায় লায়লাপুর এফসি-কে। শুক্রবার সোনাই এনজি এইচএস স্কুলের মাঠে সহজ জয় পেল ডুংরিপার। ম্যাচে জোড়া গোল করেন এলদাই ও পারহম।

এলদাই ১২ ও ২১ মিনিটে গোল করেন। পারহপ ২৩ ও ২৯ মিনিটে এবং সোয়ামি ১৯ মিনিটে একটি গোল করেন।

এ দিনের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান পারহপ। জুবায়ের আহমেদ স্মৃতি শ্রেষ্ঠ রক্ষণভাগের খেলোয়াড়ের পুরস্কার লাভ করে সুরোস।

ম্যাচ পরিচালনা করেন ইজাজ আহমেদ লস্কর, হোসেন আহমেদ, শামিম আহমেদ ও আবুল হাসান।

Spread the News
error: Content is protected !!