ঘাটের কাছে ডুবল নৌকা, নিখোঁজ দুই ছাত্র সহ ৫

বরাক তরঙ্গ, ১৯ জুন : ভয়ঙ্কর নৌকা দুর্ঘটনায় দুই ছাত্র সহ তিনজনের সন্ধান নেই। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে নলবাড়ি জেলার মুকালমুয়া লালকুছিতে। জানা গেছে, বরক্ষেত্রি থেকে দৌলাশাল অভিমুখে রওনা হয়েছিল অভিশপ্ত যন্ত্র চালিত নৌকাটি। নৌকায় শতাধিক যাত্রী ছিল। যার মধ্যে বেশিরভাগ ছিল ছাত্রছাত্রী। শুরুতে সব ঠিকঠাক থাকলেও লালকুছির পেরাধরা ঘাটের কাছাকাছি আসতেই নৌকার চাল ভেঙে পড়ে। এরপর ধীরে ধীরে ডুবতে শুরু করে নৌকাটি। প্রাণে বাঁচতে তখন সবাই নদীতে ঝাঁপ দেয়। এবং অধিকাংশই সাঁতার কেটে পারে চলে আসে। যাত্রীদের মধ্যে গফুর আলি নামে স্থানীয় হাসপাতালের চতুর্থ শ্রেণীর এক কর্মচারী অনেককে প্রাণে বাঁচান। কিন্তু শেষ পর্যন্ত নিজে জলে তলিয়ে যান। নৌকা ডুবির ঘটনায় এখনও পর্যন্ত তৃতীয় শ্রেণীর ছাত্র আরিয়ান আলি এবং নবম শ্রেণীর ছাত্র মাজিদুল ইসলামের কোন সন্ধান নেই।

এসডিআরএফ বাহিনী তল্লাশি চালিয়েও এখনও পর্যন্ত তাদের খোঁজ পায়নি। নৌকা ডুবির ঘটনাটি নিয়ে অভ্যন্তরীণ জল পরিবহন বিভাগ এবং লেসিদের বিরুদ্ধে ক্ষোভ উজাড় করে দিয়েছেন স্থানীয়রা। উল্লেখ্য, সাধারণত একটি যন্ত্র চালিত নৌকায় ৬০ জন বসতে পারেন।

ঘাটের কাছে ডুবল নৌকা, নিখোঁজ দুই ছাত্র সহ ৫
Spread the News
error: Content is protected !!