স্নাতক কোর্সে ফি বৃদ্ধি ও করিমগঞ্জ কলেজে শিফট তুলে নেওয়ায় সরব

বরাক তরঙ্গ, ২৫ জুন : কলেজের
স্নাতক কোর্সে ফি বৃদ্ধি ও করিমগঞ্জ কলেজে শিফট তুলে নেওয়ায় সরব হলেন ছাত্র ইউনিয়নের নেতারা। ছাত্রনেতা জয়প্রকাশ দাসের নেতৃত্বে করিমগঞ্জ কলেজের ছাত্র ইউনিয়ন দুই দফা দাবি জানিয়ে শিক্ষামন্ত্রীর উদ্দেশে এক স্মারকপত্র করে। মঙ্গলবার অতিরিক্ত জেলাশাসক ধ্রুবজ্যোতি পাঠকের মারফতে শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগুর কাছে স্মারকপত্র প্রদান করেন। প্রতিনিধি দল অতিরিক্ত জেলাশাসকের সব বিষয় তুলে ধরেন।

এ দিকে, স্মারকপত্র প্রদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ছাত্রনেতা জয়প্রকাশ বলেন, রাজ্য সরকার একদিকে ফ্রি এডুকেশনের কথা বলছে অন্য দিকে ছাত্রদের ভর্তির ফি দ্বিগুণ করে দিয়েছে। আগে স্নাতকে চার থেকে সাড়ে চার হাজার টাকা ফি দিতে হত আর বর্তমানে তা বেড়ে সাত থেকে সাড়ে সাত হাজার হয়ে গেছে। এই অস্বাভাবিক ফি বৃদ্ধির দরুন গরিব পড়ুয়া উচ্চ শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে। এ ছাড়া আর্থিক ভাবে দুর্বল পরিবারগুলো সন্তানের কলেজের ভর্তি ফি দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন। তিনি আরও বলেন, সরকার বিনামূল্যে ভর্তির কথা বললেও তা মোটেই সহজ নয়। চাওয়া মতো নথিপত্র দিতে না পেরে ফি দিয়ে ভর্তি হতে হচ্ছে পড়ুয়াদের। তিনি বলেন, করিমগঞ্জ কলেজে আগে দু’টি শিফট ছিল। কলেজ কর্তৃপক্ষ একটি শিফট বন্ধ করে দেওয়া বহু পড়ুয়া ভর্তি থেকে বঞ্চিত হচ্ছে। তাই তিনি সহ কলেজের ছাত্র ইউনিয়ন দাবি জানায় বর্দ্ধিত ফি প্রত্যাহার করা ও করিমগঞ্জ কেজে শিফট চালু এবং আসন বৃদ্ধি করার।

তিনি বলেন, দাবিগুলো  ৪৮ ঘণ্টার মধ্যে পূরণ না হলে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন। প্রতিনিধি দলে করিমগঞ্জ কলেজ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সুস্মিত দেব, সহ-সভাপতি শিবম দত্ত, ছাত্রকর্মী কামিল আহমেদ, প্রিয়তুষ চক্রবর্তী, সাবির হুসেন, শুভদীপ কংশ বনিক প্রমুখ উপস্থিত ছিলেন।

Author

Spread the News