ডাইনি সন্দেহে হত্যা : চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের
বরাক তরঙ্গ, ২২ জুলাই : ডাইনি সন্দেহে এক বৃদ্ধা মহিলাকে হত্যার দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। দিলীরাম বে, অনিমা রাংহাংপি, রাজু বে এবং নরেন রংহাংপির বিরুদ্ধে বিশ্বনাথ আদালত এই রায়দান করে।
বিশ্বনাথ চরাইলির অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক কুমুদ বড়ুয়া ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযুক্ত দিলিরাম বে, অনিমা রংহাংপি, রাজু বে এবং নোরেন রংহাংকে দোষী সাব্যস্ত করেন। সাজা ঘোষণার পর চারজনকেই বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে।
দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর আদালত চারজনকে দোষী সাব্যস্ত করে। বাকি অভিযুক্তদের কেউ খালাস পেয়ে গেছেন বা এখনও আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। মামলাটিতে রাজ্যের পক্ষে সরকারি কৌঁসুলি অরুণ খাতিয়ার এবং জাহ্নবী কলিতা নেতৃত্ব দেন।

উল্লেখ্য, ২০১৫ সালে ঘটনাটি ঘটেছিল ভীমাজুলি গ্রামে, যেটি অরুণাচল প্রদেশ সীমান্তের কাছাকাছি অবস্থিত। আনুমানিক ৩০–৩৫ জন উন্মত্ত জনতা এক বৃদ্ধা মহিলাকে ডাইনি বলে অভিযোগ এনে তাঁকে বাড়ি থেকে টেনে বের করে একটি নদীর ধারে নিয়ে গিয়ে প্রকাশ্যে নৃশংসভাবে শিরচ্ছেদ করা হয়। যাদের মধ্যে অনিমা রংহাংপি ও দিলিরাম বে-কে নেতৃত্বে ছিল মনে করা হয়।
ভুক্তভোগীর কন্যা লেইলা ওরাং বিশ্বনাথ সদর থানায় একটি এফআইআর দায়ের করেন, যার ভিত্তিতে পুলিশ ভারতীয় দণ্ডবিধির ১৪৩ (অবৈধ জমায়েত), ৪৪৮ (অবৈধ অনুপ্রবেশ) এবং ৩০২ (খুন) ধারায় তদন্ত শুরু করে। শুরুতে ১৭ জনকে গ্রেফতার করা হয়, তবে বিচার চলাকালীন এক অভিযুক্তের মৃত্যু হয়। বাকিদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চালু থাকে।