লেবাননে ড্রোন হামলা, ছয়জন নিহত

৮ আগস্ট : লেবাননের পূর্বাঞ্চলে ইজরায়েলি ড্রোন হামলার ফলে নতুন করে হতাহতের ঘটনা ঘটেছে। এই হামলায় অন্তত ছয়জন নিহত এবং আরও দশজন আহত হয়েছেন। সাম্প্রতিক এই আঘাতে উত্তেজনা আবারও বৃদ্ধি পেয়েছে, যা অঞ্চলটিতে নিরাপত্তা পরিস্থিতিকে আরও সংকটাপন্ন করেছে। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

২০২৪ সালের ৭ আগস্ট, ইজরায়েলি সেনাবাহিনী লেবাননের বেকা উপত্যকার আল-মাসনা আন্তর্জাতিক সড়কে একটি গাড়িকে ড্রোন হামলার লক্ষ্য করে। এই ঘটনায় পাঁচজন নিহত এবং দশজন আহত হন। একই দিনে পূর্ব লেবাননের বালবেকের পশ্চিমে কাফার দান শহরে আরেকটি ড্রোন হামলায় একজন বেসামরিক লেবানিজ নাগরিক নিহত হন, যিনি তার বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিলেন। হামলার সঠিক কারণ বা আরও বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।
খবর : দৈনিক ইনক্লাব পত্রিকা ডিজিটাল।

Spread the News
error: Content is protected !!