ইরানে অ্যাম্বুলেন্সে ড্রোন হামলা ইজরায়েলের, নিহত

২৩ জুন : মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। ইরান ও ইজরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যেই এবার ইরানের ভেতরেই এক অ্যাম্বুলেন্সে ড্রোন হামলা চালিয়েছে ইজরায়েল। এতে একজন রোগীসহ তিনজন নিহত হয়েছেন। যুদ্ধের নিয়ম-কানুন ও মানবিক নীতির এমন লঙ্ঘনে বিশ্বজুড়ে নিন্দা জোরালো হচ্ছে।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইসনা জানিয়েছে ইরানের মধ্যাঞ্চলীয় নাজাফাবাদ কাউন্টিতে এই হামলা ঘটে। একজন রোগীকে অন্য হাসপাতালে নেওয়ার সময় একটি অ্যাম্বুলেন্স লক্ষ্য করে ইজরায়েলি ড্রোন হামলা চালানো হয়। এই হামলা ইরান-ইজরায়েলের চলমান সংঘাতেরই অংশ, যা শুরু হয়েছিল গত শুক্রবার ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা দিয়ে।

নাজাফাবাদ কাউন্টির গভর্নর হামিদরেজা মোহাম্মদি ফেসহারাকি বার্তা সংস্থা ইসনা-কে জানান, ড্রোন হামলায় অ্যাম্বুলেন্সটি প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে যায়। অ্যাম্বুলেন্সটিতে ছিলেন চালক, একজন রোগী ও রোগীর এক স্বজন—তিনজনই মারা গেছেন।

ইরানে অ্যাম্বুলেন্সে ড্রোন হামলা ইজরায়েলের, নিহত
Spread the News
error: Content is protected !!