১৬০ রানের পাহাড় ব্যবধানে জিতলো দৃষ্টি সোনাই

প্রয়াত রুক্মিণী কুমার নাথের প্রতি শ্রদ্ধা____

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১৫ জানুয়ারি : সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত স্টিল কর্নার সোনাই প্রিমিয়ার লিগে বুধবার ১৬০ রানের পাহাড় ব্যাবধানে জিতলো দৃষ্টি সোনাই। এদিন প্রতিপক্ষ দৃষ্টি দলের বিরুদ্ধে ব্যাটে-বলে পর্যদুস্ত হয় প্রতিয়োগিতার হট ফেবারিট এফআর হিরোজ সোনাই। স্থানীয় নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত ম্যাচে দৃষ্টি সোনাই টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৮০ রানের বিশাল স্কোর খাঁড়া করে। দলের হয়ে বিজয় দাস সর্বোচ্চ ৭৯ রান করেন। এছাড়াও ভাল রান শাহজাহান হোসেন লস্কর ৫৯, ইনজামুল মজুমদার ৫০, নিরুক লস্কর ৩৩ এবং প্রীতম বর্ধন ২৮ রান করেন। বোলিংয়ে তেমন সফলতা আসেনি এবং আর হিরোজের। তাদের সাইদুল রাজ খান ও চন্দন রবিদাস ২টি করে উইকেট নেন। আলি আহমেদ লস্কর ১টি উইকেট লাভ করেন। জবাবি ব্যাটিংয়ে ২৮১ রানের বিশাল স্কোর মোকাবিলা করতে  গিয়ে প্রতিপক্ষের বোলারের বেকাবু হয়েছে পড়েন এফ আর হিরোজের ব্যাটাররা। মাত্র ১২.৪  ওভারে সবকটি  উইকেটের বিনিময়ে কোনমতে ১২০ রান তুলতে সক্ষম হন তাদের ব্যাটার। তাদের একমাত্র রাহুল লস্কর ৪১, সানু রবিদাস ৩২ এবং আলি আহমেদ লস্কর ১৪ রান করেন। বোলিংয়ে কামাল দেখান আজাদ ইনজামুল মজুমদার। একাই তালুবন্দি করেন ৫টি উইকেট। এছাড়া শাহজাহান হোসেন লস্কর ৩, কয়েস মজুমদার ২টি করে উইকেট তুলে নেন।

এদিন ম্যাচ শুরু হওয়ার আগে সোনাই  এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব প্রয়াত রুক্মিণী কুমার নাথের প্রতি শ্রদ্ধা জানিয়ে একমিনিট নিরবতা পালন করা হয়। ম্যাচের সর্বাধিক ছক্কার এটু ইয়াম্মি ভাইটস-এর পুরস্কার লাভ করেন দৃষ্টি সোনাইয়ের শাহজাহান হোসেন লস্কর। তাঁর হাতে পুরস্কার তুলে দেন মনোজ কুমার দাস।

১৬০ রানের পাহাড় ব্যবধানে জিতলো দৃষ্টি সোনাই

এদিনের ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন দৃষ্টি সোনাইর ইনজামুল মজুমদার। তার হাতে আকমল  মোবাইল ম্যান অব দ্য ম্যাচের ট্রফি তুলে দেন আয়োজক ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সাধারণ সম্পাদক বক্তার হোসেন বড়লস্কর।

প্রতিয়োগিতার  সূচী অনুযায়ী বৃহস্পতিবার ইলেভেন ফাইটার বারিকনগর  খেলবে আর এফ এডুকেশন ফাউন্ডেশনের বিরুদ্ধে।

Spread the News
error: Content is protected !!